ঋষিকেশে অকারণে বাইরে, লাইন করে বসিয়ে ১০ বিদেশিকে উত্তরাখন্ড পুলিশ সাদা কাগজে লেখালো, ‘লকডাউন মেনে চলিনি, সরি!’
লকডাউন উপেক্ষা করে ঋষিকেশে গঙ্গার পাড়ে ঘোরাফেরা করায় শনিবার নিয়ম ভাঙার দায়ে ১০ বিদেশি পর্যটককে ধরে লাইন করে বসিয়ে রাখল, তারপর তাদের প্রত্যেককে দিয়ে উত্তরাখন্ড পুলিশ কাগজে লিখিয়ে নিল, ‘লকডাউন মেনে চলিনি, সরি’!
নয়াদিল্লি: লকডাউন উপেক্ষা করে ঋষিকেশে গঙ্গার পাড়ে ঘোরাফেরা করায় শনিবার নিয়ম ভাঙার দায়ে ১০ বিদেশি পর্যটককে ধরে লাইন করে বসিয়ে রাখল, তারপর তাদের প্রত্যেককে দিয়ে উত্তরাখন্ড পুলিশ কাগজে লিখিয়ে নিল, ‘লকডাউন মেনে চলিনি, সরি’! ৫০০ বার এই অনুতাপ প্রকাশ করা বাক্য লিখে পুলিশকর্মীদের হাতে তুলে দেন ওই বিদেশিরা।
নিঃসন্দেহে অভিনবই বটে শাস্তি দেওয়ার এই পদ্ধতি।
তেহরি গাড়োয়াল জেলার মুনি কি রেতি থানার আওতাধীন যে তপোবন এলাকায় এমন ঘটনা ঘটেছে, সেটি ঋষিকেশের সবচেয়ে জনপ্রিয় ট্যুরিস্ট স্পটগুলির অন্যতম।
তপোবন পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিনোদ কুমার জানান, কিছু বিদেশি লকডাউন অমান্য করে ঠাণ্ডার আমেজ পেতে নিম বিচ থেকে তপোবনের সাই ঘাট পর্যন্ত ঘোরাফেরা করছে বলে খবর পেয়ে সেখানে টহল দিতে যাই। সেখানে ওদের দেখা যায়। লকডাউনের মধ্যে কেন অকারণে এভাবে তারা বাইরে ঘুরছে, প্রশ্ন করা হলে তারা জানায়, তারা ভেবেছে সকাল সাতটা থেকে বেলা ১ টা পর্যন্ত লকডাউন শিথিল থাকে, তাই বাইরে বেরনো যেতে পারে। ওদের বুঝিয়ে দেওয়া হয়, লকডাউন শিথিল করা হয়েছে লোকে যাতে প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় পণ্যে কিনতে পারেন, অকারণে ঘোরাঘুরির করার জন্য নয়। তবে এটা তারা জানে না বলে সাফাই দেয় বিদেশিরা। তারপরই থানা থেকে অনেকগুলো সাদা কাগজ আনিয়ে প্রত্যেককে ৫টা করে পৃষ্ঠা দিয়ে ৫০০ বার লেখানো হয়, আমি অনুতপ্ত লকডাউন মেনে চলিনি বলে। ওদের বলে দেওয়া হয়, এবারের মতো হাল্কা সাজা দিয়ে ছেড়ে দেওয়া হল, আবার বিনা প্রয়োজনে বাইরে বেরলে ব্ল্যাকলিস্ট করা হবে, আর ভারতে আসতে পারবে না।
এই পর্যটকরা ইজরায়েল, অস্ট্রেলিয়া, মেক্সিকো, ইউরোপের অন্য কয়েকটি দেশ থেকে এসেছে বলে জানিয়েছে পুলিশ।