এক্সপ্লোর
Advertisement
অযোধ্যায় সাড়ম্বরে দীপাবলী পালনে সমালোচনা বিরোধীদের, আমার ধর্মবিশ্বাস পালনের অধিকার নিয়ে প্রশ্ন তোলার এক্তিয়ার নেই কারও! পাল্টা আদিত্যনাথ
নয়াদিল্লি: গতকাল অযোধ্যায় ধুমধাম করে দীপাবলী উদযাপন করা নিয়ে বিরোধীদের নিন্দা, সমালোচনার পাল্টা যোগী আদিত্যনাথের। মু্খ্যমন্ত্রী গতকাল বিপুল আয়োজনের মধ্যে আলোর ঝরনায় ভেসে যাওয়া অযোধ্যায় দিপাবলী পালন করায় বিরোধীরা অভিযোগ তুলেছে, এটা সরকার, প্রশাসন পরিচালনায় নিজের চরম ব্যর্থতা ঢাকতে রাজ্যবাসীর নজর ঘোরানোর কৌশল মুখ্যমন্ত্রীর।
তিনদিনের দীপাবলী উতসবের সূচনা করে রাম, সীতা, লক্ষ্মণের ভূমিকায় অভিনয় করতে আসা কুশীলবদের স্বাগত জানান আদিত্যনাথ। ১ লক্ষ ৭৫ হাজার প্রদীপ জ্বালানো হয়। অতীতে এমন বিশাল আয়োজন হয়নি অযোধ্যায়।
Meri vyaktigat aastha bhi hai,us mein vipaksh kaise hastakshep kar sakta hai?-UP CM on #Diwali celebrations in Ayodhya/Ram Janmabhoomi visit pic.twitter.com/oUMhUdWOFZ
— ANI UP (@ANINewsUP) October 19, 2017
/code>
তবে বিরোধীরা যা-ই বলুন, গেরুয়া বসনধারী মুখ্যমন্ত্রীর দাবি, তাঁর ধর্মবিশ্বাস পালনের অধিকার নিয়ে প্রশ্ন তোলার এক্তিয়ার কারও নেই।
মুখ্যমন্ত্রী রাজ্যের প্রধান মন্দিরগুলির অন্যতম গোরক্ষপুরের গোরক্ষনাথ মন্দিরেরও প্রধান। তিনি বলেছেন, এটা আমার ব্যক্তিগত বিশ্বাসের ব্যাপার। বিরোধীরা এতে নাক গলায় কী করে?
Shri Ram Janmabhoomi mein shradhalu desh aur duniya se aate hain, unki suraksha aur suvidha, saaf safai dekhne ke liye bhi mai wahan gaya:CM pic.twitter.com/a6sEd85oCf
— ANI UP (@ANINewsUP) October 19, 2017
বিরোধীদের আক্রমণের জবাবে মুখ্যমন্ত্রীর আরও দাবি, দীপাবলী উদযাপনে অযোধ্যায় যে লাখ লাখ মানুষ আসছেন, তাঁদের নিরাপত্তা সংক্রান্ত আয়োজন কতটা হয়েছে এবং সামগ্রিক প্রস্তুতি নিজে খতিয়ে দেখতেও তিনি এসেছেন। মুখ্যমন্ত্রী হিসাবে এটা আমার কর্তব্য এবং আমি রাজ্যের প্রতিটি এলাকার উন্নয়নে দায়বদ্ধ বলেও মন্তব্য করেন আদিত্যনাথ।
As the CM, it is my duty and I am committed towards development of every place of the state: UP CM Yogi Adityanath on Ram Janmabhoomi visit pic.twitter.com/C03bCHJrRl
— ANI UP (@ANINewsUP) October 19, 2017
গতকাল রামের ঘরে ফেরার কাহিনি অযোধ্যার মঞ্চে অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলতে অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে আসা হয় চপারে। অভিনয় মঞ্চ তৈরি হয় হিন্দুত্ববাদীদের মন্দির ভেঙে নির্মিত বলে দাবি করে ১৯৯২ সালে গুঁড়িয়ে দেওয়া বাবরি মসজিদস্থলের কাছে। রাজনৈতিক ভাষ্যকারদের মত, ২০১৯-এর সাধারণ নির্বাচনের কথা মাথায় রেখে হিন্দু ভাবাবেগ জাগিয়ে তোলাই উদ্দেশ্য আদিত্যনাথ সরকারের।
Opposition has no work. There is a transparent Govt in UP now. How can we expect any good from negative powers?: CM on opposition #Diwali pic.twitter.com/35OjWpm7dz
— ANI UP (@ANINewsUP) October 19, 2017
পাশাপাশি কংগ্রেস নেতা সলমন খুরশিদের মন্তব্য, এত বিপুল সংখ্যক মাটির প্রদীপ জ্বলতে দেখলে ভালই লাগে। তবে আশা করি, মুখ্যমন্ত্রী দেশব্যাপী মুসলিমদেরও এই উত্সবে ডেকে নেবেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement