Bangladesh: হিন্দু হলেই সরকারি চাকরিতেও বাদ! বাংলাদেশে সরকারি চাকরিতে কোপ!
ABP Ananda LIVE: ত্রাসের দেশ বাংলাদেশে হিন্দু হলেই সরকারি চাকরিতেও বাদ! হিন্দু-সহ সংখ্যালঘু বলেই বাংলাদেশে সরকারি চাকরিতে কোপ! ৩ মাসের মধ্যেই বিজ্ঞপ্তি বদল, বেছে বেছে সনাতনীদের বাদ! বাংলাদেশের সিভিল সার্ভিস নিয়ে নতুন বিজ্ঞপ্তি, ১৬৮জন বাদ! ১৫ অক্টোবরের গেজেটে ২ হাজার ৬৪জনের নাম । ডিসেম্বরে নতুন করে ইউনূস সরকারের বিজ্ঞপ্তি, ১৬৮জন বাদ! হিন্দু-সহ সংখ্যালঘুদের বেছে বেছে ইউনূস সরকারের কোপ!
তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে রণক্ষেত্র ভাঙড়। আরাবুল ইসলামের পতাকা তোলাকে কেন্দ্র করে রণক্ষেত্র এলাকা। পতাকা উত্তোলনের পর ফেরার পথে আরাবুলের গাড়ির উপর হামলার অভিযোগ।আরাবুলের সঙ্গীর গাড়ি লক্ষ্য করে ইট, এলাকায় পৌঁছে লাঠিচার্জ পুলিশের
হাওড়া-সিঙ্গুর লোকালের রুট বাড়ানোয় আপত্তি। মন্ত্রী বেচারামের নেতৃত্বে রেল রোকো। বিক্ষোভের দাপটে সিঙ্গুর পেরিয়ে যেতে পারল না ট্রেন। ফিরতে হল হাওড়ায়।