এক্সপ্লোর
আচমকা হাসপাতালে গাজিয়াবাদের জেলাশাসক, গরহাজির ১০ ডাক্তারের ১ দিনের বেতন কাটার নির্দেশ

গাজিয়াবাদ: জেলাশাসকের আচমকা সফর গাজিয়াবাদের সরকারি হাসপাতালে। কোনওরকম আগাম নোটিশ না দিয়েই গাজিয়াবাজের জেলাশাসক নিধি কেসরওয়ানি চলে আসেন এমজিএম হাসপাতালে। হাসপাতালের কর্মীদের বহু বেনিয়মের ঘটনা ধরা পড়ল জেলাশাসকের নজরে। হাজিরার খাতা পরীক্ষা করে জেলাশাসক তা মুখ্য মেডিক্যাল অফিসার ড. অজয় আগরওয়ালের কাছে রাখার নির্দেশ দেন। অনুপস্থিত থাকার জন্য ১০ জন চিকিত্সকের এক দিনের বেতন কেটে নেওয়ার নির্দেশ দিয়েছেন জেলাশাসক। জেলা তথ্য আধিকারিক আর বি সিংহ এ কথা জানিয়েছেন। জেলাশাসক দেখেন যে, এক ডাক্তার প্রেসক্রিপশনে এমন ওষুধ লিখেছেন, যা শুধু হাসপাতালের বাইরের ওষুধের দোকানেই পাওয়া যায়। রাজ্য সরকারের কাছে লেখা চিঠিতে ওই ডাক্তারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন জেলাশাসক।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















