এক্সপ্লোর
Advertisement
জাতপাতের ভিত্তিতে কোনও বৈষম্য মানে না আরএসএস, দাবি প্রচার প্রমুখের
নয়াদিল্লি: আরএসএস জাতপাতের ভিত্তিতে কোনওরকম বৈষম্য মেনে নেয় না। এক বিবৃতিতে দাবি সঙ্ঘের প্রচার প্রমুখ অরুণ কুমারের। তাঁর বক্তব্য, প্রেম, ভালবাসা ও স্নেহের ভিত্তিতে এক সমন্বয়মুখী সমাজ গড়ার লক্ষ্যেই আরএসএস কাজ করে চলেছে। তারা চায়, সবাই সম্প্রীতির পরিবেশে মিলেমিশে থাকবে, কোনও জাতপাতের ভেদাভেদ থাকবে না।
তিনি বলেছেন, আমরা কোনওরকম জাতপাত কেন্দ্রিক বৈষম্য সমর্থন করি না। জন্মলগ্ন থেকেই আরএসএস 'এক মন্দির, এক কুয়ো, এক শ্মশান' তত্ত্বে বিশ্বাসী।
বিজেপি নেতাদের দলিতের কুটীরে যাওয়া, সেখানে তাদের সঙ্গে বসে খাওয়া দলিত সমাজের উত্থানের জন্য যথেষ্ট নয়, তাঁদের উচিত দলিতদের নিজেদের বাড়িতে আমন্ত্রণ করা, গতকাল দিল্লিতে এক ঘরোয়া বৈঠকে আরএসএস প্রধান মোহন ভাগবত এমনই অভিমত জানিয়েছেন, মিডিয়ার এই রিপোর্ট নাকচ করে দিয়েছেন অরুণ কুমার। তিনি বলেন, গত কয়েকদিনে দিল্লিতে এমন কোনও বৈঠকই হয়নি যেখানে বিজেপির গ্রাম স্বরাজ অভিযান নিয়ে কোনও কথা হয়েছে। মিডিয়া 'ভিত্তিহীন', 'বিভ্রান্তিকর' খবর দিচ্ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement