এক্সপ্লোর
Advertisement
আইসিইউ-তে ডেঙ্গি রোগীকে ‘ধর্ষণ’, ধৃত চিকিৎসক, সাফাইকর্মী
আমদাবাদ: যাদের দায়িত্ব হল চিকিৎসার মাধ্যমে মানুষের সেবা করে রক্ষকের ভূমিকা পালন করা, তারাই হয়ে উঠল ভক্ষক। তাদের হাতেই এক রোগীর আভ্রু লুণ্ঠিত হল।
ডেঙ্গিতে আক্রান্ত এক মহিলা রোগীকে আইসিইউ-র মধ্যেই ধর্ষণের অভিযোগ উঠল এক চিকিৎসক ও সাফাইকর্মীর বিরুদ্ধে। ঘটনাস্থল গাঁধীনগর।
সংবাদসংস্থা সূত্রে খবর, ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার পর গাঁধীনগরের অ্যাপোলো হাসপাতালে বেশ কিছুদিন ধরেই ভর্তি রয়েছেন বছর উনিশের ওই যুবতী।
তাঁর অভিযোগ, শনিবার রাতে এই দুজন পালা করে আইসিইউ-র মধ্যে তাঁকে ধর্ষণ করে।
পুলিশ জানিয়েছে, দুই অভিযুক্ত – রমেশ চৌহান নামের ওই চিকিৎসক এবং চন্দ্রকান্ত ভঙ্কার নামের ওই সাফাইকর্মীকে ভাট গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে।
এদিন তাদের আদালতে তোলা হলে, তাদের একদিনের পুলিশ হেফাজত দেন বিচারক।
পুলিশ জানিয়েছে, ধর্ষণের ঘটনাটি ঘটেছে আইসিইউ-তে। সেখানে রোগীদের আত্মীয়দের রাতে থাকার অনুমতি দেওয়া হয় না।
হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই ঘটনায় পুলিশি তদন্তের সঙ্গে পূর্ণ সহযোগিতা করার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement