এক্সপ্লোর
Advertisement
কেরলে সিপিএম পোস্টারে উত্তর কোরিয়ার একনায়কতন্ত্রী নেতা কিম জং-উন, এবার কি আমাদের অফিসে মিসাইল হামলা! কটাক্ষ বিজেপি নেতার
নয়াদিল্লি: কেরলে সিপিএমের পোস্টারে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন, যাঁকে গোটা দুনিয়া জানে স্বৈরাচারী একনায়কতন্ত্রী কমিউনিস্ট নেতা বলে! কেরলের নেদুমকান্দুমে ওই পোস্টার দেখা গিয়েছে। সেখানে গত দুদিন ধরে অনুষ্ঠিত পার্টির সভা উপলক্ষ্যে ওই পোস্টার দেন সিপিএম ক্যাডাররা।
কয়েকদিন আগেই আমেরিকাকে কড়া বার্তা দিয়ে পরমাণু পরীক্ষা করেছে কিমের দেশ। ভারতও তাঁর এই পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করে কিমকে এ ধরনের পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আবেদন করেছে। ভারতের বক্তব্য, এধরনের পরীক্ষায় বিস্তীর্ণ অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা মার খাবে। কেন তাঁর মতো বিতর্কিত নেতাকে তুলে ধরে সিপিএমের পোস্টার, প্রশ্ন তুলেছে বিজেপি। কেরলে দীর্ঘদিন ধরেই হানাহানি, সংঘাত চলছে সিপিএম, বিজেপি-আরএসএসের। দুপক্ষেরই লোকজন হতাহত হয়েছেন।
.@sambitswaraj alleges CPM of using Kim Jong-Un as their “poster body” in Keralahttps://t.co/gSAVNCpkDG
— ABP News (@abpnewstv) December 17, 2017
সেই প্রেক্ষাপটে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার ছবি সহ সিপিএমের পোস্টারকে নিশানা করে বিজেপি বলেছে, সিপিএম কি এবার কেরলে তাদের ও আরএসএসের দপ্তরেও কিমের মতো 'ক্ষেপণাস্ত্র হামলা' করবে? বিজেপি মুখপাত্র সম্বিত মহাপাত্র ট্যুইট করেছেন, বাম দলটি যে কেরলকে বিরোধীদের বধ্যভূমিতে পরিণত করেছে, এতে বিস্ময়ের কিছু নেই! আশা করি, বামেরা আরএসএস, বিজেপি অফিসে মিসাইল ছোঁড়াকে তাদের পরবর্তী এজেন্ডা করবে না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
খবর
ক্রিকেট
Advertisement