এক্সপ্লোর
Advertisement
মুসলমানরা অপরাধী, বাড়িতে ঢুকতে দেবেন না, হিন্দু সম্প্রদায়কে অনুরোধ এই বিজেপি বিধায়কের
আলওয়ার: গোরক্ষকদের ‘তাণ্ডব’ সংক্রান্ত একের পর এক খবরের জেরে গত বছর শিরোনামে ছিল রাজস্থানের আলওয়ার। এবার সেই আলওয়ার শহরেরই বিজেপি বিধায়ক বানওয়ারি লাল সিঙ্ঘল নতুন করে বিতর্ক ডেকে এনেছেন। অভিযোগ, তিনি বলেছেন, মুসলমানরা চরিত্রগতভাবেই সব ধরনের অপরাধের সঙ্গে যুক্ত। তিনি তাদের ভোটও চান না, তাদের কাছাকাছি ঘেঁষতেও দেন না।
স্থানীয় মেওয়াতি বা মেও মুসলমানদের প্রসঙ্গ তুলে বানওয়ারি এক সমাবেশে নাকি বলেছেন, ওরা বিজেপিকে ভোট দেয় না। আমি ওদের কাছে ভোট চাইতে যাইও না। ওদের কাছে ভোট চাওয়া মানে ওরা নিয়মিত যে সব অপরাধ করে সে সব থেকে চোখ বুজে থাকা। ওদের থেকে নিরাপদ দূরত্ব রক্ষার এটাই আসল কারণ।
Meo sect of Muslims never votes for #BJP. I also do not go to them for votes. Asking for votes from them would mean I would be compelled to help them in getting away with crimes they regularly commit. So I always stay away from them: BL Singhal, BJP MLA from Alwar. #Rajasthan pic.twitter.com/1yAuy91AQp
— ANI (@ANI) April 10, 2018
এখানেই থামেননি বানওয়ারি। দু’বারের এই বিধায়ক আরও বলেছেন, মুসলমানরা লাভ জেহাদ, গোহত্যা, জাল পরিচয়পত্র সহ নানা অপরাধে যুক্ত। সফলভাবে লাভ জেহাদ করতে পারলে আলাদা প্যাকেজ পায় এরা। এ জন্য জাল পরিচয়পত্র তৈরি করে হিন্দু মেয়েদের ফাঁদে ফেলে। তারপর তাদের জীবন নরক করে দেয়।
মুসলমান ছেলেদের বিয়ে করা হিন্দু মেয়েদের ধিক্কার দিয়ে এই বিধায়ক বলেছেন, বিয়ের ২ বছর পর এই মেয়েদের বাড়ি থেকে বার করে দেয় তাদের স্বামীরা। তাই লাভ জেহাদ ঠেকাতে হলে হিন্দু পরিবারদের মুসলমানদের বাড়িতে ঢুকতে না দেওয়া উচিত।
মেও মুসলমানদের কসাই বলেও উল্লেখ করেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিজ্ঞান
Advertisement