এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
ওকে শহিদ বলবেন না, ও বাঁচতে চেয়েছিল: তারুষির মা
নয়াদিল্লি: ‘মেয়েকে শহিদ বলবেন না, ও বাঁচতে চেয়েছিল...’ মেয়ের এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না বাংলাদেশে জঙ্গি হামলায় নিহত ভারতীয় তরুণী তারুষি জৈনের মা তুলিকা জৈন।
মেয়ের নিথর দেহের সঙ্গে ঢাকা থেকে দিল্লি বিমানে গোটা রাস্তাই ছিলেন তুলিকাদেবী। গতকাল গুরগাঁও-এ নিজের বাড়িতে শেষকৃত্য সম্পন্ন হয় তারিষির। ঢাকায় ছুটি কাটাতে গিয়ে মেয়ে যে আর ফিরল না, কোনওদিনও ফিরবে না, একথা কল্পনাতেও আনতে পারছেন না তুলিকা। কোনওভাবেই সান্ত্বনা দেওয়া যাচ্ছে না তাঁকে। মেয়ের মৃত্যু যেন তাঁরই জীবনীশক্তি সবটুকু নিয়ে চলে গিয়েছে।
তুলিকা বলেন, আমি পারব না শক্ত হতে। আমি চাইও না শক্ত হতে। কেন ওরা আমার মেয়েকে মারল? আমি জানতে চাই ওকে মারার কারণ কী? কেন ওকে মরতে হবে? ছুটি কাটাতে সেখানে গিয়েছিল সে। আর পাঁচটা তরুণ-তরুণী যেমন মজা করে, সেও সেই কারণে ওই রেস্তোরাঁয় গিয়েছিল। ও কী করে সন্ত্রাসবাদীদের শত্রু হল বুঝতে পারছি না।
প্রসঙ্গত, তারিষির শেষকৃত্যের সব আচার পালন করেন তাঁর দাদা সঞ্চিত। উপস্থিত ছিলেন বহু রাজনৈতিক নেতা। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর নাজিব জঙ্গ, কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল, অনিল জৈন, অভিনেতা রাজ বব্বর প্রমুখ। শোকজ্ঞাপন করে চিঠি পাঠিয়েছেন কংগ্রেস প্রেসিডেন্ট সনিয়া গাঁধী।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement