এক্সপ্লোর
Advertisement
‘শহিদ পরিবারের লোকজনকে গ্রেফতার করতে লজ্জা করে না?’ থানায় পুলিশকে ধমক রাহুলের
নয়াদিল্লি: ‘আপনাদের লজ্জা করে না? উনি প্রাক্তন সমরকর্মীর ছেলে..আর আপনারা তাঁকেই গ্রেফতার করছেন?’ দিল্লির একদল পুলিশকর্মীকে এভাবেই কড়া ভাষায় তিরস্কার করতে দেখা গেল কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধীকে।
এক পদ এক পেনশন সংক্রান্ত বিতর্কের জেরে আত্মঘাতী প্রাক্তন সমরকর্মী রামকিষাণ গ্রেওয়ালের আত্মহত্যার ঘটনা ঘিরে রাজধানীর রাজনীতিতে তীব্র আলোড়ন ছড়িয়েছে। রাম মনোহর লোহিয়া হাসপাতালে প্রয়াত প্রাক্তন সমরকর্মীর পরিবারের লোকজনের সঙ্গে দেখা করতে গেলে রাহুলকে বাধা দেয় পুলিশ। তাঁকে আটক করে মন্দির মার্গ থানায় নিয়ে আসা হয়। এমনকি মৃত প্রাক্তন সেনা জওয়ানের পরিবারও যাতে রাহুল গাঁধীর সঙ্গে দেখা করতে না পারেন, তার জন্য তাঁদেরও আটকানো হয় বলে অভিযোগ!তাঁদের মধ্যে ছিলেন রামকিষাণের ছেলে ও বাবা।
এই ঘটনা নিয়েই মন্দির মার্গ থানায় রাহুলকে পুলিশ কর্মীদের তিরস্কার করতে দেখা গেল। একটি ভিডিওয় সেই ঘটনা ধরা পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ক্ষুব্ধ রাহুল পুলিশকে তিরস্কার করছেন। রামকিষাণের ছেলে ও বাবাকে দেখিয়ে রাহুল তাঁদের অবিলম্বে ছেড়ে দিতে বলেন। তাঁদের এভাবে আটক করাকে খুবই লজ্জাজনক বলেও উল্লেখ করেন কংগ্রেস সহ সভাপতি। রামকিষাণের বাবা ও ছেলেকে ছেড়ে দেওয়ার দাবি নাকচ করে দিলে থানার এক পদস্থ পুলিশ কর্মীকে কার্যত ধমক দিয়ে রাহুল বলেন, ‘আপনার নাম কী? ভারতের শহিদদের পরিবারকে গ্রেফতার করতে হবে বলে কি আপনি মনে করেন? আপনার লজ্জা করছে না’?
রামকিষাণের পরিবারের লোকজনকে আটক করা নিয়ে এর আগেও হাসপাতালের বাইরে অপেক্ষারত অবস্থাতেই মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন রাহুল । তিনি বলেন, ‘শহিদের পরিবারকেও গ্রেফতার করা হচ্ছে। এটাই মোদীজীর ভারত। তিনি আরও বলেন, একজন শহীদের বাবা ও ছেলেকে কীভাবে গ্রেফতার করা হয়? যদি গ্রেফতার করা না হয়, তাহলে তাঁদের ছেড়ে দেওয়া হচ্ছে না কেন?’
রাহুলের অভিযোগ, দেশে অগণতান্ত্রিক মানসিকতার বাড়বাড়ন্ত দেখা যাচ্ছে। এটা জানতে হবে।
উল্লেখ্য,এক পদ এক পেনশন বিতর্কে আত্মঘাতী অবসরপ্রাপ্ত সেনাকর্মী রামকিষাণকে শেষ শ্রদ্ধা জানাতে রাম মনোহর লোহিয়া হাসপাতালে যান রাহুল গাঁধী। সেখানে গেলে কংগ্রেস সহ সভাপতিকে হাসপাতালে ঢুকতে বাধা দেওয়া হয়।আটক করে নিয়ে আসা হয় থানায়। পরে অবশ্য রাহুলকে ছেড়ে দেওয়া হয়।
দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ শিশোদিয়াকেও ঢুকতে বাধা দেয় দিল্লি পুলিশ। হাসপাতাল চত্বরে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক তুঙ্গে।
প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধে বেলা দিল্লির এক পার্কে আত্মঘাতী হন হরিয়ানার ভিওয়ান্ডি জেলার বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনাকর্মী রামকিষাণ গ্রেওয়াল। তিনি সেনাবাহিনীতে এক পদ এক পেনশন-এর দাবিতে লড়ছিলেন। যন্তর মন্তরের সামনে ধরনাতেও বসেছিলেন। প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকরকে তাঁর একটি স্মারকলিপি দিতে যাওয়ারও কথা ছিল। কিন্তু অবশেষে তিনি অবসাদগ্রস্থ হয়ে আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নেন, তাঁর ঘনিষ্ঠদের দাবি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিজ্ঞান
Advertisement