শীঘ্রই অনলাইনে যৌন হেনস্থার অভিযোগ জানাতে পারবেন মহিলারা
নয়াদিল্লি: খুব শীঘ্রই অনলাইনের মাধ্যমে কর্মস্থলে যৌন হেনস্থার অভিযোগ জানাতে পারবেন মহিলা কেন্দ্রীয় সরকারি কর্মীরা। চলতি মাসেই ওই নতুন ব্যবস্থা চালু হবে। এমনই আশার কথা শোনালেন মানেকা গাঁধী।
কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী বলেন, গত ২-৩ বছর ধরে ব্যাপকহারে এই বিষয়ে কাজ হয়েছে। আমরা এমন একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করব যেখানে মহিলারা যৌন হয়রানির অভিযোগ দায়ের করতে পারবেন।
এদিন বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রক ও দফতরের অভ্যন্তরীণ অভিযোগ কমিটি (আইসিসি)-র বৈঠকে বক্তব্য রাখছলিনে মানেকা। সেখানেই তিনি যোগ করেন, ন্যাশনাল ইনফরমেশন সেন্টার (এনআইসি) গোটা বিষয়টির তত্ত্বাবধান করছে। চলতি মাসেই তা হাতে চলে আসবে।
প্রসঙ্গত, বিভিন্ন মন্ত্রক থেকে মহিলা কর্মীদের ওপর যৌন হেনস্থার অভিযোগ আসায় গত বছরের অক্টোবর মাসেই এই অনলাইন প্ল্যাটফর্ম নিয়ে ভাবনাচিন্তা শুরু করে মানেকার মন্ত্রক।
কেন্দ্র যে মহিলাদের পাশাপাশি শিশু-সুরক্ষা নিয়েও ভাবনাচিন্তা করছে তাও মনে করিয়ে দিয়ে মানেকা জানান, শিশুরাও বহুক্ষেত্রে হয়রানির শিকার হয়ে থাকে। এক্ষেত্রে তারাও যাতে নিজেদের পরিচয় গোপন রেখে অভিযোগ জানাতে পারে, তার ব্যবস্থাও রয়েছে।