এক্সপ্লোর
দলে রাহুলের একটা করে পদোন্নতি হয়, আর ভোটে একটা করে হারে কংগ্রেস, কটাক্ষ জিতেন্দ্র সিংহর

নয়াদিল্লি: দলের পরবর্তী সভাপতি নির্বাচনের সূচী কংগ্রেস ঘোষণা করার পরই রাহুল গাঁধীকে খোঁচা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা জিতেন্দ্র সিংহ। তাঁর কটাক্ষ, দলে রাহুল গাঁধীর কোনও পদোন্নতি ঘটলেই কংগ্রেসের ভোটে বিপর্যয় হয়। উল্লেখ্য, আজ কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে রাহুলকে দলের সভাপতি করার প্রস্তাব পাশ করা হয়েছে। আর তা নিয়েই এই বিদ্রুপ ঝরে পড়েছে জিতেন্দ্র সিংহের কথায়। হিমাচল প্রদেশ ও গুজরাতের নির্বাচনে বিজেপি জিতবে বলেও জোর গলায় দাবি করেছেন তিনি। বিজেপি নেতারা এর আগেও রাহুলকে নিশানা করেছেন। গত অক্টোবরে হিমাচল প্রদেশে ভোটের প্রচারে এসে কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ী বলেছিলেন, দলের সহ সভাপতি কী বলেন, তা বোধগম্য হয় না কংগ্রেস নেতা ও কর্মীদের। গড়কড়ী আরও বলেন, কংগ্রেস পরিবারতন্ত্রকেই প্রাধান্য দেয়। জওহরলাল নেহরু, ইন্দিরা গাঁধী, রাজীব গাঁধী, সনিয়া গাঁধীর পর এবার রাহুল হবেন দলের প্রধান। তাহলে দলের কর্মীরা আর করবেন কী?
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















