এক্সপ্লোর
Advertisement
আচমকা ধূমকেতু বা উপগ্রহ আঘাত করলে, পৃথিবী এখনও প্রতিরোধের জন্যে প্রস্তুত নয়, হুঁশিয়ারি নাসার
নয়াদিল্লি: আচমকা যদি মহাকাশ থেকে কোনও ধূমকেতু বা উপগ্রহের আঘাত আসে, তাহলে সেই আঘাত প্রতিরোধের জন্যে এখনও যথেষ্ট প্রস্তুত নয় পৃথিবী, হুঁশিয়ারি নাসার বিজ্ঞানীদের। বিজ্ঞানীদের হুঁশিয়ার এমন হঠাত্ আঘাত যদি আসে, তাহলে বিলুপ্তও হয়ে যেতে পারে পৃথিবী। যেমন হয়েছিল ৬৫ লক্ষ কোটি বছর আগে ডাইনোসর যুগে।
ডক্টর জোসেফ নুথ, নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারের বিজ্ঞানী, মার্কিন জিওফিজিক্যাল ইউনিয়নের এক সভায় বলেন, এই মুহূর্তে যদি এমন কোনও আঘাত আসে, তাহলে ধ্বংস হয়ে যাবে পৃথিবী। তবে ৫০-৬০ লক্ষ কোটি বছর আগে এধরনের আঘাত মহাকাশ থেকে একাধিকবার হত।
তবে সাম্প্রতিককালে এমন আঘাত দুবার পৃথিবীর কান ঘেষে বেরিয়ে গেছে। ১৯৯৬ সালে একবার বৃহস্পতির ওপর আঘাত আনে ধূমকেতু, এবং ২০১৪ সালে মঙ্গলগ্রহের কাছ দিয়ে বেরিয়ে যায় ধূমকেতুর আঘাত।
নাসার ওই বিজ্ঞানী বিশ্বের সমস্ত রাষ্ট্রপ্রধানদের কাছে আর্জি রেখেছেন, তাঁরা যেন শীঘ্রই নয়া নীতি তৈরি করে এধরনের ভয়ানক আঘাত এড়ানোর জন্যে। নাসার এইমুহূর্তে দুটো মহাকাশযান তৈরির প্রয়োজন আছে। একটা হবে ইন্টারসেপ্টর রকেট, অপর মহাকাশযানটি মহাকাশের ওপর নজরদারি চালাবে। নুথ, তাঁর বক্তৃতায় আরও দাবি করেন, এধরনের আঘাত পৃথিবীর ওপর সাম্প্রতিকালে না ঘটলেও, ভবিষ্যতে ঘটবে না, এমন আশ্বাস তিনি দিতে পারেননি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
বিনোদনের
জেলার
Advertisement