এক্সপ্লোর
পূর্ব সিকিমে ভূমিকম্প, কম্পনমাত্রা ৪.৬

গ্যাংটক: শেষরাতে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম। আজ ভোর ৩.১২ মিনিটে পূর্ব সিকিমে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৬। গ্যাংটক থেকে ১১ কিমি দূরে কম্পনের উৎসস্থল বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। শনিবারই ভারত-মায়ানমার সীমান্তে মাঝারি মাপের ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫। মায়ানমার ছাড়াও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে কম্পন অনুভূত হয়। এরপর ফের কেঁপে উঠল সিকিম। অসম, মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, মণিপুর এবং নাগাল্যান্ড বিশ্বের ষষ্ঠ বৃহৎ ভূমিকম্পপ্রবণ অঞ্চল। ফলে এই অঞ্চলে প্রায়ই ভূমিকম্পের আশঙ্কা থাকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















