এক্সপ্লোর
খাবার নিয়ে অভিযোগ করায় গ্রাহককে গরম তেল ছুঁড়লেন দোকানের মালিক!

উল্লাসনগর (মহারাষ্ট্র): খাবার নিয়ে অসন্তুষ্ট হওয়ায় এক গ্রাহকের গায়ে গরম তেল ছিটিয়ে দিলেন দোকানের মালিক। মহারাষ্ট্রের উল্লাসনগরে হওয়া এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ৪৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গিয়েছে, রাস্তার ধারে একটি দোকানে খাবারের গুণমান নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয় গ্রাহক ও দোকানের মালিকের মধ্যে। এরমধ্যে গ্রাহকটি কিছু একটা জিনিস দোকানীর দিকে ছোঁড়েন। দেখুন সেই ভিডিও: [embed]https://twitter.com/ANI/status/928524733661851648[/embed] এতেই ক্ষিপ্ত হয়ে পাশের টেবিল থেকে জগ নিয়ে তা সামনে রাখা গরম তেলের কড়ায় চুবিয়ে তেল ছিটিয়ে দেন গ্রাহকের দিকে। আশেপাশের লোকেরা এরপর পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। কিন্তু, ততক্ষণে বেশ কয়েকবার তেল ছিটিয়ে দেন দোকানের মালিক। এই ঘটনায় অভিযুক্ত দোকানীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনিও গ্রাহকের বিরুদ্ধে দোকানে ভাঙচুর চালানোর পাল্টা অভিযোগ দায়ের করেছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















