এয়ারসেল-ম্যাক্সিস মামলায় কার্তি চিদম্বরমের বিরুদ্ধে চার্জশিট দাখিল ইডি-র
![এয়ারসেল-ম্যাক্সিস মামলায় কার্তি চিদম্বরমের বিরুদ্ধে চার্জশিট দাখিল ইডি-র ED files charge sheet against Karti Chidambaram in Aircel-Maxis case এয়ারসেল-ম্যাক্সিস মামলায় কার্তি চিদম্বরমের বিরুদ্ধে চার্জশিট দাখিল ইডি-র](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/03/16174122/Karti_Chidambaram9.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: এয়ারসেল-ম্যাক্সিস আর্থিক তথরুপ মামলায় অন্যতম অভিযুক্ত কার্তি চিদম্বরমের বিরুদ্ধে চার্জশিট দাখিল করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
এদিন দিল্লির বিশেষ আদালতে অতিরিক্ত দায়রা বিচারক রুবি অল্কা গুপ্তের এজলাসে যে চার্জশিট দাখিল করেছে ইডি, সেখানে বহু জায়গায় কার্তির বাবা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদম্বরমের নামও উল্লেখ করা হয়েছে। যদিও, তাঁকে অভিযুক্ত হিসেবে দেখানো হয়নি।
কার্তি ছাড়াও, চার্জশিটে অভিযুক্তদের তালিকায় নাম রয়েছে—অ্যাডভান্টেজ স্ট্র্যাটেজিক কনসালটেন্সিস প্রাইভেট লিমিটেড, সংস্থার ডিরেক্টর-দ্বয় পদ্মা ভাস্কররমণ ও রবি বিশ্বনাথন, চেস ম্যানেজমেন্ট সার্ভিসেস ও তার ডিরেক্টর আন্নামালাই পালানিয়াপ্পা-র। সকলের বিরুদ্ধেই প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (পিএমএলএ) বা আর্থিক তছরুপ রোধ আইনের ধারায় অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগনামায় বলা হয়েছে, বিভিন্ন ব্যক্তি ও সংস্থার সঙ্গে যোগ ছিল কার্তির। এয়ারসেল-ম্যাক্সিস চুক্তির জন্য ফরেন ইনভেস্টমেন্ট প্রোমোশন বোর্ডের (এফআইপিবি) অনুমোদন আদায় করতে প্রত্যক্ষ ভূমিকা নিয়েছিলেন চিদম্বরম-পুত্র। ইডি জানিয়েছে, এই মামলায় তারা সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করতে পারে। আগামী মাসের ৪ তারিখ এই মামলার পরবর্তী শুনানি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)