পুদুচেরির কিশোরীকে গণধর্ষণ, ভিডিও করে ব্ল্যাকমেল ৮ তামিল যুবকের
পুদুচেরি: পুদুচেরির এক কিশোরীকে গণধর্ষণ করার অভিযোগ উঠল তামিলনাড়ুর বিল্লুপুরম জেলার বাসিন্দা ৮ যুবকের বিরুদ্ধে। খবরে প্রকাশ, বিল্লুপুরমে দাদুর বাড়িতে যাতায়াতের সময় নির্যাতিতা কিশোরীর সঙ্গে এক অভিযুক্ত যুবকের ঘনিষ্ঠ সম্পর্ক হয়। সেই সুযোগে ছেলেটি কিশোরীকে বাজুদাভুরে একটি নির্জন জায়গায় নিয়ে যায়। অভিযোগ, সেখানে কিশোরীকে ধর্ষণ করে ওই যুবক। সেই ঘটনাকে আবার মোবাইল ফোনে ভিডিও করে রাখে অভিযুক্ত। এরপর, কাউকে বললে সেই ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় মেয়েটিকে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবক গোটা ঘটনা নিজের সাত বন্ধুকে জানায়। এরপর ব্ল্যাকমেল করে কিশোরীকে অন্য একটি জায়গায় ডাকা হয়। সেখানে আটজন মিলে কিশোরীকে গণধর্ষণ করে। গোটা ঘটনার কথা মেয়েটি বাবা-মাকে জানালে, তাঁরা তাকে সরকারি হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ শিশু অধিকার রক্ষা কমিটিকে খবর দেয়। মেয়েটির বয়ান নথিভুক্ত করেন কমিটির সদস্যরা। একইসঙ্গে ৮ জনের বিরুদ্ধে পকসো ও ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়। তবে, নারকীয় অত্যাচারের পরই, আট অভিযুক্ত গা-ঢাকা দেয়। অভিযুক্তদের খোঁজে বিশেষ টিম গঠন করেছে পুলিশ।