এক্সপ্লোর
Advertisement
অভিযোগ, বোন জোর করে জল খাইয়েছেন, মিশরের এমান আহমেদকে সরানো হচ্ছে আবু ধাবির হাসপাতালে
মুম্বই: মিশরের স্থূলকায়া মহিলা এমান আহমেদের বোন সাইমা সেলিম জোর করে জল খাওয়ালেন দিদিকে। যেভাবে ফিডিং টিউব ছাড়াই সরাসরি তিনি দিদির মুখে জলের ফোঁটা দিয়েছেন, তাতে আঁতকে ওঠেন অভিজ্ঞ নার্সরা। তাঁরা জানিয়েছেন, এর ফলে এমান ফুসফুসে জল আটকে মারাও যেতে পারতেন।
বিশ্বের ৫০০ কেজির স্থূলতমা এমান আহমেদ এখন অর্ধেকের বেশি ওজন ঝরিয়ে অনেক রোগা। কিন্তু ১৭৬ কেজির মহিলা এখনও পুরোপুরি সুস্থ নন। নাকে ফিডিং টিউব লাগিয়ে তাঁকে খাওয়ানো হচ্ছে। যখনই তাঁকে সরাসরি কিছু খাওয়ানোর চেষ্টা হয়েছে, দম আটকে গিয়েছে তাঁর। তাই ওজন আরও না কমা পর্যন্ত ফিডিং টিউবই চিকিৎসকদের ভরসা।
এমানের বোন সাইমা মুম্বইয়ে দিদির চিকিৎসা ভালমত হচ্ছে না বলে ইতিমধ্যেই বিতর্ক ছড়িয়েছেন। এবার নার্সদের ধাক্কা মেরে সরিয়ে এমানকে তিনি সরাসরি জল খাইয়েছেন বলে অভিযোগ। এ ব্যাপারে চিকিৎসকরা অভিযোগ করেছেন স্থানীয় পুলিশ স্টেশনে।
তবে মু্মবইয়ের যে হাসপাতালে এমানের চিকিৎসা চলছে, সেই সইফি হাসপাতাল জানিয়ে দিয়েছে, এমানকে আবু ধাবির একটি হাসপাতালে পাঠানো হচ্ছে। তিনি যখন মুম্বই আসেন, তখন তাঁর জন্য বিশেষ একটি মালবাহী বিমানের ব্যবস্থা করা হয়। এখনকার ওজন ঝরানো এমান সাধারণ যাত্রীবাহী বিমানের বিজনেস ক্লাসে করে আবু ধাবি যাবেন। ওই হাসপাতাল তাঁর বাড়ির অপেক্ষাকৃত কাছে, সেখানেই চলবে তাঁর ফিজিওথেরাপি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement