Indian Cricket Team: এখনও নিজেদের হাতেই ভাগ্য, কীভাবে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে পারে ভারত?
WTC Final 2025: আপাতত টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় একে দক্ষিণ আফ্রিকা, দুইয়ে অস্ট্রেলিয়া এবং তিনে ভারতীয় দল রয়েছে। শ্রীলঙ্কান দল রয়েছে নিউজ়িল্যান্ডের পর পাঁচ নম্বরে।
নয়াদিল্লি: বৃষ্টিতে ভেস্তে গিয়েছে বর্ডার-গাওস্কর ট্রফির তৃতীয় টেস্ট। ব্রিসবেন টেস্ট ড্র হওয়ায় আরও ক্ষীণ হয়েছে ভারতীয় দলের (Indian Cricket Team) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনোর পথ। হাতে আর মাত্র দুইটি টেস্ট। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final 2025) পৌঁছতে হলে ভারতীয় দলকে এখন কী করতে হবে?
বর্তমান পরিস্থিতিতে ভারতীয় দলের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনো নিয়ে যে ঘোর আশঙ্কা রয়েছে, তা বলাই বাহুল্য। তবে লর্ডসের ফাইনালে পৌঁছনোটা কিন্তু টিম ইন্ডিয়ার জন্য অসম্ভব নয়। টেস্টের বেস্ট হওয়ার খেতাবি লড়াইয়ে পৌঁছনোর দৌড়ে এখনও চার দল রয়েছে। ভারতের পাশাপাশি অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকাও টেস্টের সেরা হওয়ার দৌড়ে রয়েছে। আপাতত টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় একে দক্ষিণ আফ্রিকা, দুইয়ে অস্ট্রেলিয়া এবং তিনে ভারতীয় দল রয়েছে। শ্রীলঙ্কান দল রয়েছে নিউজ়িল্যান্ডের পর পাঁচ নম্বরে।
এমন পরিস্থিতিতে চলতি ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) সিরিজ়ের বাকি দুই ম্যাচ টিম ইন্ডিয়া জিতলে বাকি সিরিজ়গুলির ফলাফল যাই হোক না কেন, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যাবে ভারত। আর কারুর ওপর নির্ভর করতে হবে না, কোনও দলের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে না রোহিত বাহিনীকে। সিরিজ় যদি ভারতীয় দলের পক্ষে ২-১ স্কোরলাইনে শেষ হয়, সেক্ষেত্রে টিম ইন্ডিয়াকে ফাইনালে পৌঁছতে অস্ট্রেলিয়াকে শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজ় ০-১ হারতে হবে বা ১-১ সিরিজ় ড্র হতে হবে।
চলতি সিরিজ় ২-২ ড্র হলে অবশ্য শ্রীলঙ্কা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই ম্যাচের সিরিজ় ২-০ হারালে, তবেই ভারত ফাইনালে পৌঁছতে পারবে। উপরিউক্ত ফলাফলগুলি তখনই কার্যকরী হবে যখন পাকিস্তান দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ়ের একটি ম্যাচ হারবে। এছাড়া বর্ডার-গাওস্কর ট্রফি ২-২ ড্র হলে এবং অস্ট্রেলিয়া পরের সিরিজ়ে শ্রীলঙ্কাকে ২-০ হারালেও ভারত ফাইনালে যেতে পারবে।
কিন্তু সেক্ষেত্রে পথটা টিম ইন্ডিয়ার জন্য খানিকটা কঠিন হবে। সেক্ষেত্রে ভারতীয় দলকে ভরসা করতে হবে পাকিস্তানের ওপর। এমন পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শান মাসুদরা ২-০ নিজেদের টেস্ট সিরিজ় জিতলে তবেই ভারতীয় দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছবে। ফলে ভারতীয় দলের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনোর রাস্তা কঠিন হলেও, অসম্ভব নয়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: অশ্বিনই শেষ নন, বরং প্রথম! অদূর ভবিষ্যতে ভারতীয় ক্রিকেট দল থেকে বাদ পড়তে পারেন একাধিক সিনিয়র?