এক্সপ্লোর
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন, বিপর্যয় মোকাবিলায় নেতৃত্ব দিন মহিলারা, সওয়াল মোদীর

নয়াদিল্লি: প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে মহিলাদের আরও বেশি করে অন্তর্ভুক্ত করার ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বিপর্যয় মোকাবিলা নিয়ে এশীয় মন্ত্রী পর্যায়ের একটি সম্মেলনের উদ্বোধন করতে গিয়ে সকলের জন্য ক্ষতিপূরণের জোর সওয়াল করেন মোদী। তিনি বলেন, গরিব মানুষ থেকে শুরু করে ক্ষুদ্র ও মাঝারি শিল্প, বহুজাতিক সংস্থা থেকে রাষ্ট্র— সকলের ক্ষতিপূরণের আওতায় আনা প্রয়োজন। এর জন্য তিনি এই ধরনের বিপর্যয়ের ক্ষেত্রে আন্তর্জাতিক তহবিল গড়ে তোলার দাবি করেন। একইসঙ্গে, বিপর্যয় মোকাবিলায় মহিলাদের আরও বেশি করে জড়িত হওয়া এবং নেতৃত্বদানের ডাক দেন প্রধানমন্ত্রী। মোদী বলেন, যে কোনও বিপর্যয়ে মহিলারাই সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হন। তবে, তার থেকে বেরিয়ে আসার জন্য তাঁদের মধ্যে অদ্ভুত শক্তিও রয়েছে। মহিলারা অনেক কিছু আন্দাজ করতে পারেন। তাই বিপর্যয়ের মোকাবিলার জন্য বেশি সংখ্যক মহিলা স্বেচ্ছাসেবকের প্রয়োজন। এর জন্য তাঁদের প্রশিক্ষণ দেওয়া জরুরি। মোদীর মতে, বিপর্যয়ের সময় ক্ষতিগ্রস্ত মহিলাদের সহায়তার বিষয়টি একজন মহিলাই বুঝতে পারবেন। মোদী আরও বলেন, শুধু বিপর্যয় মোকাবিলাই নয়, তার পরবর্তী অধ্যায়ে পুনর্গঠনের সময়ও মহিলাদের প্রয়োজন। প্রধানমন্ত্রী বলেন, আমাদের আরও বেশি মহিলা ইঞ্জিনিয়ার, রাজমিস্ত্রি এবং স্থাপত্যশিল্পীর প্রয়োজন, যাতে তাঁরা ধ্বংসস্তূপ থেকে নতুন শিল্পের জন্ম দিতে পারেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের






















