এক্সপ্লোর
Advertisement
সর্বক্ষত্রে লিঙ্গসমতা সুনিশ্চিত করাই অগ্রাধিকার ভারতের, রাষ্ট্রপুঞ্জের অনুষ্ঠানে বললেন স্মৃতি ইরানি
রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি জানিয়েছেন, উন্নয়নের কর্মসূচীর সমস্ত বিষয়েই ভারত লিঙ্গ সমতা ও মহিলাদের ক্ষমতায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়।
নয়াদিল্লি: রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি জানিয়েছেন, উন্নয়নের কর্মসূচীর সমস্ত বিষয়েই ভারত লিঙ্গ সমতা ও মহিলাদের ক্ষমতায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। মহিলা সংক্রান্ত চতুর্থ বিশ্ব সম্মেলনের ২৫ তম বার্ষিকীতে বক্তব্য রাখতে গিয়ে স্মৃতি বলেছেন, ভারত মহিলাদের উন্নয়ন থেকে একধাপ এগিয়ে মহিলাদের নেতৃত্বাধীন উন্নয়নের পর্যায়ে পৌঁছে গিয়েছে।
রাষ্ট্রপুঞ্জের ওই অনুষ্ঠানে স্মৃতি দাবি করেছেন, নরেন্দ্র মোদীর সরকার লিঙ্গ সমতা নিশ্চিতকরণ এবং লিঙ্গভিত্তিক বৈষম্য অবসানে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। তাঁর কথায়, ’’করোনা পরিস্থিতিতে ভারত সরকার মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে চেষ্টার কোনও ত্রুটি রাখছে না। এমনকি, এই পরিস্থিতিতে মহিলারা যাতে ভাল থাকতে পারেন, সে দিকেও নজর রাখছে। এক ছাদের নীচে মহিলারা যাতে চিকিৎসা, মনঃতাত্ত্বিক, আইনি এবং পুলিশি সাহায্য পেয়ে থাকেন, তা-ও নিশ্চিত করেছে ভারত সরকার।‘‘
উত্তরপ্রদেশের হাথরসে দলতি তরুণীকে গণধর্ষণ করে হত্যার ঘটনায় উত্তাল গোটা দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ’বেটি বঁচাও, বেটি পড়াও‘ স্লোগান নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা। দেশ জুড়ে এই পরিস্থিতিতে স্মৃতি রাষ্ট্রপুঞ্জের অনুষ্ঠানে মহিলাদের ক্ষমতায়ন ও লিঙ্গ সমতার ক্ষেত্রে সরকারি প্রয়াসের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement