এক্সপ্লোর
Advertisement
কয়লা ব্লক বন্টনে দুর্নীতি: কয়লা মন্ত্রকের প্রাক্তন সচিব, আরও দুই আমলা দোষী সাব্যস্ত আদালতে
নয়াদিল্লি: কয়লা কেলেঙ্কারি মামলায় প্রাক্তন কয়লা মন্ত্রকের প্রাক্তন সচিব এইচ সি গুপ্তা সহ আরও দুইজনকে দোষী সাব্যস্ত করল বিশেষ আদালত। বিশেষ সিবিআই আদালত কয়লা মন্ত্রকের তত্কালীন যুগ্ম সচিব কে এস ক্রোফা এবং তত্কালীন ডিরেক্টর কে সি সামারিয়াকেও দোষী সাব্যস্ত করেছে।মধ্যপ্রদেশের ঠেসগোড়া- বি রুদ্রপুরী কোল ব্লক কেএসএসপিএলকে বন্টনের ব্যাপারে অনিময়ের জন্য তাঁদের দোষী সাব্যস্ত করা হয়েছে। গুপ্তা, সামারিয়া ও ক্রোফা ছাড়াও কেএসএসপিএসকে এবং সংস্থার ম্যানেজিং ডিরেক্টর পবন কুমার আহলুয়ালিয়াকেও দোষী সাব্যস্ত করেছে আদালত। আগামী ২২ মে দোষীদের সাজা ঘোষণা হবে। তবে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অমিত গোয়েলকে।
মামলার শুনানিতে সিবিআই দাবি করে, কেএসএসপিএলের আবেদনপত্রটি যথাযথ ছিল না। তা বাতিল হওয়ারই কথা ছিল। সিবিআই আরও অভিযোগ করে, সংস্থার মোট মূল্য ও বর্তমান ক্ষমতা সম্পর্কে ভুল তথ্য দেওয়া হয়েছিল। রাজ্য সরকার কয়লার ব্লক বন্টনের জন্য ওই সংস্থার নাম সুপারিশ করেনি।
উল্লেখ্য, এই মামলায় গত বছরের অক্টোবরে চার্জগঠন করে আদালত। আদালতের পর্যবেক্ষণ ছিল, কয়লা ব্লক বন্টনের ব্যাপারে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে ‘অন্ধকারে’ রেখেছিলেন গুপ্তা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement