এক্সপ্লোর
Advertisement
অতিরিক্ত বৈদ্যুতিন সামগ্রীর ব্যবহার ডেকে আনতে পারে অকাল বার্ধক্য
নয়াদিল্লি: অত্যধিক মাত্রায় বৈদ্যুতিন সামগ্রীর ব্যবহার কারণ হতে পারে অকাল বার্ধক্যের। এমনই সতর্কবার্তা বিশেষজ্ঞদের।
রিপোর্ট অনুযায়ী, খুব বেশি মাত্রায় ইলেকট্রনিক গ্যাজেট ব্যবহারের ফলে তাড়াতাড়ি বয়সের ছাপ পড়ে যেতে পারে চেহারায়। অল্প বয়সেই ত্বক, চোয়াল ঝুলে যেতে পারে, গলার হাড় বেরিয়ে যেতে পারে, এমনকী বদলে যেতে পারে আপনার মুখের আদলও। আসতে পারে ফ্রন লাইনস্, আন্ডারআই ব্যাগস্, স্যাগিং স্কিন, ডাবল চিন হয়ে যেতে পারে। এই সমস্তকিছুকে চিকিত্সার পরিভাষায় বলে ‘টেক নেক’।
মুম্বইয়ের ফোরটিস হাসপাতালের কসমেটিক সারজেন বিনোদ ভিজ জানিয়েছেন, একটানা নিচু হয়ে স্মার্টফোন, ট্যাবলেট বা কম্পিউটারের দিকে তাকিয়ে থাকলে কম বয়সেও চলে আসতে পারে রিঙ্কেলস্। একটানা মাথা নিচু করে মোবাইল ঘাঁটলে ঘাড়, পিঠ, কাঁধে ব্যাথা হওয়ার সম্ভাবনা থাকে। শুধুতাই নয়, স্ক্রিনের দিকে একটানা তাকিয়ে থাকলে মাথাব্যাথা, অবশভাবও আসতে পারে। অনেকক্ষণ ঘাঁটাঘাঁটিতে আঙুল, কনুই, কব্জি, হাতের পেশিতেও ব্যাথা হতে পারে।
ইন্টারনেট অ্যান্ড মোবাইল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া(আইএএমএআই) তাদের সাম্প্রতিকতম রিপোর্টে জানিয়েছে, তাদের অনুমান জুন মাসের মধ্যে দেশে ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যা ৩৭১ মিলিয়ন ছুঁয়ে যাবে। এরমধ্য ৪০ শতাংশই অল্প বয়সী। যাদের বয়স ১৯ থেকে ৩০-এর মধ্যে।
কসমেটিক সারজারি ইনস্টিটিউটের সিনিয়র কসমেটিক সার্জেন মোহান থমাস জানিয়েছেন, মানুষ যদি এর ক্ষতিকারক প্রভাবগুলি বুঝতে না পারে তাহলে নিজেদেরই বিপদ। খুব বেশি বৈদ্যুতিন যন্ত্রের ব্যবহার মানব-শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement