এক্সপ্লোর
এগজিট পোল একদিন পিছিয়ে ৯ তারিখ

নয়াদিল্লি: পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনে কোন দলের ক্ষমতায় আসার সম্ভাবনা আছে, সেটা জানার জন্য এ মাসের ৯ তারিখ সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর আগে ৮ তারিখ এগজিট পোল হওয়ার কথা ছিল। সেদিন মণিপুর ও উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে শেষ দফার ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। কিন্তু উত্তরপ্রদেশের আলাপুর ও উত্তরাখণ্ডের কর্ণপ্রয়াগে দু জন প্রার্থীর মৃত্যু হওয়ায় শেষ দফার ভোটগ্রহণ একদিন পিছিয়ে ৯ তারিখ হবে। সেই কারণেই এগজিট পোলও পিছিয়ে গেল। আজ নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, ৯ তারিখ বিকেল সাড়ে পাঁচটা থেকে এগজিট পোল প্রকাশ করা যাবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















