এক্সপ্লোর
Advertisement
সম্মান দেখিয়েই ভিন্ন মত জানাচ্ছি, পাকিস্তান মোটেই নরক নয়! রাষ্ট্রদ্রোহিতা মামলার মুখে ক্ষমা চাইতে নারাজ রামাইয়া
নয়াদিল্লি: রাষ্ট্রদ্রোহিতার মামলার মুখে দাঁড়িয়েও ‘পাকিস্তান নরক নয়’, এই মন্তব্য থেকে সরছেন না রামাইয়া। কর্ণাটকের মান্ডায় সম্প্রতি এক মহিলা সমাবেশে করা তাঁর ওই মন্তব্য ঘিরে জোর জলঘোলা হচ্ছে। পাকিস্তানে সার্ক যুব উত্সব থেকে সদ্য ফেরা রামাইয়া সেদেশের আতিথেয়তার কথাও সমাবেশে বলেন। বলেন, পাকিস্তান নরক নয়। সেখানকার লোকজনও আমাদের মতোই। আমাদের দারুণ খাতির করেছেন ওঁরা। এজন্য ভিট্টল গৌড়া নামে স্থানীয় এক আইনজীবী ভারতীয় দণ্ডবিধির ১২৪ (এ), ৫১১ অনুচ্ছেদে আদালতে অভিযোগ দায়ের করেছেন তাঁর বিরুদ্ধে। প্রথম ধারাটি রাষ্ট্রদ্রোহিতা সংক্রান্ত। গতকাল ভিট্টলের অভিযোগটি গ্রহণ করেছে সোমওয়ারপেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত। শুনানি ২৭ আগস্ট।
অনেকেরই অভিযোগ, পাকিস্তানে যাওয়া মানে নরকে যাওয়া—প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকরের ১৬ অগাস্টের মন্তব্যকেই খোঁচা দিয়েছেন কন্নড় অভিনেত্রী তথা কংগ্রেস নেত্রী দিব্য স্পন্দনা ওরফে রামাইয়া। যে পাকিস্তানকে ভারতে সন্ত্রাসবাদ, অশান্তি ছড়ানোর দায়ে কাঠগড়ায় তোলা হচ্ছে, কেন তাদের প্রতি তিনি নরম, রামাইয়ার মন্তব্যে এহেন প্রশ্নই তুলেছেন তাঁরা। ভিট্টলেরও বক্তব্য, পাকিস্তান ‘ভারতের চিরকালের শত্রু’। আর সেই ‘পাকিস্তান নরক নয়’ বলেছেন উনি। এটা ভারতের ‘অপমান’। পাকিস্তানের প্রশংসা করে তিনি দেশবাসীকে ‘প্ররোচিত করছেন’।
কিন্তু নিজের অবস্থানে অটল রামাইয়া বলেছেন, ওঁদের প্রতি সম্মান দেখিয়েই ভিন্ন মত জানাচ্ছি। পাকিস্তান মোটেই নরক নয়। এ কথা বলে কোনও অন্যায় করেননি, ক্ষমা চাইবেন না, চাওয়ার কারণও নেই বলে জানিয়ে দিয়েছেন তিনি। বলেছেন, আমার মোটেই কোনও ইগো নেই। হয়তো তেমন হলে ক্ষমা চাইতাম। কিন্তু এক্ষেত্রে তা করলে যে বৃহত্তর উদ্দেশ্যে আমরা সবাই লড়ছি, তার প্রতি অবিচার করা হবে।
তাঁর বিরুদ্ধে আইনজীবীর দায়ের করা অভিযোগ প্রসঙ্গে রামাইয়া বলেছেন, এটা খুবই দুঃখজনক যে, দেশে এমনই পরিস্থিতি তৈরি হয়েছে যে, রাজনীতিকরা বিভাজন ঘটাচ্ছেন, ঘৃণা ছড়াচ্ছেন। সীমান্ত আমাদের আলাদা করেছে বলে অন্যদের ঘৃণা করা উচিত নয়।
সেইসঙ্গে তাঁর প্রশ্ন, আমার কি নিজের মত প্রকাশের স্বাধীনতা থাকতে পারে না? প্রত্যেকের নিজ নিজ মত পোষণের অধিকার আছে। আর সেটাই গণতন্ত্র। নিজের দর্শন, মত অন্যের ওপর চাপিয়ে দেওয়া যায় না। মান্ডার প্রাক্তন এমপি-র মত, বাক-স্বাধীনতা বজায় রাখা, সবাইকে সঙ্গে নিয়ে চলার কথা বলাই আমাদের কর্তব্য। গণতন্ত্রে স্বাধীনতা খর্ব করা অন্যায়। বিজেপি সেটাই করছে বলে অভিযোগ করেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
আইপিএল
জেলার
Advertisement