দুর্ঘটনায় হেলিকপ্টার, বিপন্মুক্ত ফঢ়ণবীশ
লাতুর (মহারাষ্ট্র): অল্পের জন্য প্রাণে বাঁচলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়ণবীশ।
বৃহস্পতিবার, লাতুর জেলায় ফঢ়ণবীশের হেলিকপ্টার ক্র্যাশ ল্যান্ড করে। তবে, মুখ্যমন্ত্রীর কোনও চোট লাগেনি বলে জানা গিয়েছে। ঘটনার পর নিজেই টুইট করে ফঢ়ণবীশ বলেন, আমাদের হেলিকপ্টার লাতুরে দুর্ঘটনার সম্মুখীন হয়। কিন্তু আমি বা আমার টিম পুরোপুরি নিরাপদ ও সুস্থ রয়েছি।
[embed]https://twitter.com/CMOMaharashtra/status/867660674511523840[/embed]খবরে প্রকাশ, কৃষকদের উদ্দেশ্যে রাজ্যব্যাপী কর্মসূচি শুরু করেছে মহারাষ্ট্র বিজেপি। তারই অঙ্গ হিসেবে এদিন লাতুরের নীলাঙ্গায় গিয়েছিলেন ফঢ়ণবীশ। প্রত্যক্ষদর্শীদের দাবি, হেলিকপ্টারটি অবতরণ করার সময় ওভারহেড তারে জড়িয়ে পড়লে বিপত্তি ঘটে।
ফঢ়ণবীশ বলেন, একটি ছোট দুর্ঘটনা ঘটেছে। মানুষের উচিত নয় গুজবে কান দেওয়া। আমি সুস্থ আছি। আমার জনসংযোগ উপদেষ্টা কেতন পাঠকের সামান্য চোট লেগেছে। তবে তা গুরুতর নয়। পাইলটরাও সুস্থ আছেন।
[embed]https://twitter.com/Dev_Fadnavis/status/867641312257888256[/embed]ডিজিসিএ-র এক শীর্ষস্থানীয় আধিকারিক জানান, দুর্ঘটনায় কেউ আহত না হলেও, কপ্টারটির বেশ ক্ষতি হয়েছে। জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারটি কিছুদিন আগেই কেনা হয়েছিল। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে মহারাষ্ট্র পুলিশ।