এক্সপ্লোর
Advertisement
গুজরাতে ১.১১ কোটি মূল্যের জালনোট উদ্ধার, গ্রেফতার ২
আমদাবাদ: গুজরাতের আমরেলি থেকে ১.১১ কোটি মূল্যের জালনোট উদ্ধার করল পুলিশ। ঘটনায় গ্রেফতার ২।
ঘটনায় প্রকাশ, গুজরাত পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে যে স্কুটি করে প্রায় কোটি টাকা মূল্যের জালনোট নিয়ে ২ ব্যক্তি লাঠি শহর থেকে আমরেলি যাচ্ছে।
ভাবনগরের কাছে তাদের আটক করে পুলিশের অপরাধ-দমন শাখা। তাদের থেকে নতুন ২০০০ ও ৫০০ টাকার জালনোট ভর্তি একটি ব্যাগ বাজেয়াপ্ত হয়।
সচিন পারমার ও পরেশ সোলাঙ্কি নামে ২ জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, পারমার ভাবনগরের বাসিন্দা। অন্যদিকে, সোলাঙ্কির বাড়ি আমরেলিতে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, কিছু অজ্ঞাতপরিচয় ব্যক্তি এই দুজনকে ওই ব্যাগ দিয়ে কয়কেজনের কাছে পৌঁছে দিতে বলে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement