মারা গেলেন ভুয়ো স্ট্যাম্প পেপার কেলেঙ্কারির কিংপিন আব্দুল করিম তেলগি
বেঙ্গালুরু: মারা গেলেন দোষী সাব্যস্ত বহু কোটি টাকার জাল স্ট্যাম্প পেপার কেলেঙ্কারির কিংপিন আব্দুল করিম তেলগি।
বেশ কিছুদিন ধরেই বেঙ্গালুরুর ভিক্টোরিয়া হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি ছিলেন তেলগি। হাসপাতালের তরফে জানানো হয়, বৃহস্পতিবার দুপুর ৩.৫৫ মিনিট নাগাদ তিনি মারা যান।
জানা গিয়েছে, ২০ বছরের বেশি সময় ধরে ডায়াবিটিস ও হাইপারটেনশনে ভুগছিলেন তেলগি। এছাড়া এইডসও আক্রান্ত ছিলেন তিনি। হালে মেনিনজাইটিসে আক্রান্ত হওয়ায় ৫৬ বছরের তেলগিকে দশদিন আগে হাসপাতালে ভর্তি করা হয়।
অবস্থার অবনতি হওয়ায় গত ২৪ তারিখ তাঁকে ভেন্টিলেশন রাখা হয়। পরে মাল্টি-অর্গ্যান ফেলিওর হওয়ায় লাইফ-সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছিল তেলগিকে।
ভুয়ো স্ট্যাম্প পেপার কেলেঙ্কারি মামলায় ২০০১-এর নভেম্বরে আজমেঢ় থেকে গ্রেফতার হন তেলগি। ২০০৬ সালে তাঁকে দোষী সাব্যস্ত করে ৩০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। এর সঙ্গে দেওয়া হয় ২০২ কোটি টাকার জরিমানা। বেঙ্গালুরুর পারাপ্পানা অগ্রহারা জেলে বন্দি ছিলেন তিনি।
খবরে প্রকাশ, জেলে তেলগির দেখভালের জন্য দুজনকে রাখা হয়েছিল। সম্প্রতি, জেলে বেশ কয়েকজন হাই-প্রোফাইল বন্দির জন্য বিশেষ ব্যবস্থা ও সুবিধা করা হয়েছে বলে বিস্ফোরক রিপোর্ট পেশ করেন রাজ্যের ডিআইজি ডি রুপা। এরপরই, তেলগিকে দেওয়া সব সুবিধা প্রত্যাহার করা হয়।
তেলগির আইনজীবীর অভিযোগ, জেল কর্তৃপক্ষ আরও দ্রুত হাসপাতালে স্থানান্তরিত করলে হয়ত তেলগিকে বাঁচানো যেত। এই প্রেক্ষিতে জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগও তোলেন। যদিও, জেল কর্তারা সব অভিযোগ খারিজ করেন।