এক্সপ্লোর
বারণ না মেনে মেয়ে প্রেমিককে বিয়ে করায় 'সম্মানহানি', আত্মঘাতী কৃষক ও পরিবারের ৩ জন

সালেম (তামিলনাড়ু): বাড়ির বারণ না শুনে প্রেমিককে বিয়ে করেছে মেয়ে, এমনকী থানায় গিয়ে নিরাপত্তা পর্যন্ত চেয়েছে! এজন্য আত্মহত্যা করল এক চাষী, তার পরিবারের তিন সদস্য। রাজেন্দ্রন নামে ৫০ বছর বয়সি ওই কৃষক, তার ৪৫ বছর বয়সি স্ত্রী, ১৯ ও ১৫ বছরের মেয়ে এবং ছেলে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছে। চারজনের দেহ উদ্ধার হয়েছে সালেম থেকে প্রায় ৪০ কিমি দূরে আত্তুরের কাছে তাদের বাড়ি থেকে। তদন্তে বেরয়, ২১ বছরের মেয়ে স্নাতক হওয়ার পর চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। দিনতিনেক আগে পছন্দের ছেলেকে বিয়ে করে সে, যাতে রাজেন্দ্রনের। পুলিশ জানিয়েছে, মেয়ের কাজে তো বটেই, থানা থেকে ব্যাপারটা মিটিয়ে ফেলার জন্য ডাকা হয়েছিল, এতে সম্মানহানি হয়েছে বলে মনে করে চরম সিদ্ধান্ত নেয় রাজেন্দ্রন। আরও তদন্ত চলছে এ ব্যাপারে, জানিয়েছে পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















