এক্সপ্লোর
Advertisement
ন্যয্য দর না পাওয়ার অভিযোগে উত্তরপ্রদেশ বিধানসভা, মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরে বস্তা বস্তা আলু ফেলে প্রতিবাদ চাষিদের
নয়াদিল্লি: আলুর ন্যয্য দাম না পাওয়ার অভিযোগে রাস্তায় উত্তরপ্রদেশের চাষিরা। যোগী আদিত্যনাথ সরকার তাদের দাবিতে কান দিচ্ছে না, অভিযোগ তুলে তারা শনিবার রাজ্য বিধানসভা, রাজভবন ও মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের বাইরে বস্তা বস্তা আলু ফেলে দেয়। আলুর দাম নামতে নামতে কেজিতে ৪ টাকায় এসে দাঁড়িয়েছে। ওই দামেই তাদের বেচতে হচ্ছে আলু। চাষিদের দাবি, ন্যূনতম সহায়ক মূল্য হিসাবে প্রতি কেজি আলুতে ১০ টাকা চাই। ফসলের ন্যয্য দাম দিতে হবে।
ক্ষমতায় আসার পর আদিত্যনাথ সরকার আলু চাষিদের উত্সাহ দিতে আলুর ন্যূনতম সহায়ক মূল্য কুইন্টাল পিছু ৪৮৭ টাকা ধার্য করার সিদ্ধান্ত নেয়। কিন্তু এখন ক্ষুব্ধ চাষিদের অভিযোগ, রাজ্য সরকার ন্যয্য দরের দাবি শুনছে না। চাষিদের বক্তব্য, তাঁরা উত্পাদিত পণ্যের সঠিক দাম না পেলে কী করবেন? রাজ্য প্রশাসনের সঙ্গে এ ব্যাপারে আলোচনা হলেও তার ফল দেখা যাচ্ছে না। সরকার আমাদের কথা শুনছে না, তাই প্রতিবাদ করতে হচ্ছে।
হিমঘর মালিকরাও চড়া দাম চাইছে, তারা দিতে অপারগ বলে সেখানে আলু মজুত করতে পারছে না, অভিযোগ চাষিদের।
এ নিয়ে ১৮ জানুয়ারি আগ্রায় মহা পঞ্চায়েত বসবে চাষিদের।
এদিকে যে চাষিরা বিধানসভার বাইরে বস্তা থেকে আলু ফেলে ছড়িয়েছে, তাদের চিহ্নিত করা হয়েছে, ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন লখনউয়ের এসএসপি দীপক কুমার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
জেলার
Advertisement