এক্সপ্লোর
'কৃষকরা বিষ খেলে অসুবিধা নেই, পিৎজা খেলেই খবর!’ সমালোচকদের জবাব দিলজিতের
তখনই দিলজিৎ টুইটারে একটি পোস্ট শেয়ার করেন, সেখানে লেখা- ‘চাষীরা যখন বিষ পান করছে, তখন তো সেটা নিয়ে কারুর মাথাব্যাথা নেই দেখি, কিন্তু তাঁরা পিৎজা খাচ্ছেন দেখে সেটা নিয়ে সংবাদ শিরোনাম তৈরি করছে'। আরও সংযোজন- ‘খুব ভালো, এটা তোমাদের মনে খুব দুঃখ দিচ্ছে, তাই না, তাই না?’ নেটিজেনদের একাংশের প্রশ্নের উত্তর এক কথায় সপাটেই দিলেন দিলজিৎ।
!['কৃষকরা বিষ খেলে অসুবিধা নেই, পিৎজা খেলেই খবর!’ সমালোচকদের জবাব দিলজিতের Farmers Pizza Langar Row Diljit Dosanjh slams people targeting farmers over pizza langar 'কৃষকরা বিষ খেলে অসুবিধা নেই, পিৎজা খেলেই খবর!’ সমালোচকদের জবাব দিলজিতের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/12/16184227/diljit-farmer-protest.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: “কৃষকরা যদি বিষ খায় তাহলে অসুবিধা নেই, কিন্তু পিৎজা খেলেই খবর!”, এই ভাষাতেই নেটি-সমালোচকদের কড়া জবাব দিলেন পঞ্জাবি গায়ক-নায়ক দিলজিৎ দোসাঞ্জ।সম্প্রতি টুইটারে আন্দোলনরত কৃষকরা রাস্তার পাশেই পিৎজা বানিয়ে খাচ্ছেন এমন এক ছবি সামনে আসে। সেই ছবি দেখে কিছু নেটিজেন প্রশ্ন তোলেন কীভাবে আন্দোলনরত চাষীরা পিৎজা খাচ্ছেন? তখনই দিলজিৎ টুইটারে একটি পোস্ট শেয়ার করেন, সেখানে লেখা- ‘চাষীরা যখন বিষ পান করছে, তখন তো সেটা নিয়ে কারুর মাথাব্যাথা নেই দেখি, কিন্তু তাঁরা পিৎজা খাচ্ছেন দেখে সেটা নিয়ে সংবাদ শিরোনাম তৈরি করছে'। আরও সংযোজন- ‘খুব ভালো, এটা তোমাদের মনে খুব দুঃখ দিচ্ছে, তাই না, তাই না?’ নেটিজেনদের একাংশের প্রশ্নের উত্তর এক কথায় সপাটেই দিলেন দিলজিৎ।
কেন্দ্রের আনা কৃষিবিলের বিরোধিতা করে পথে নেমেছেন কয়েক হাজার কৃষক। আর এই আন্দোলনে শুরু থেকেই কৃষকদের পাশে দাঁড়িয়েছেন একাধিক তারকা। তালিকায় একদম উপরের সারিতে রয়েছেন দিলজিৎ। এক কোটি টাকা অর্থ সাহায্যই নয়, নিজে ময়দানে নেমেছেন তিনি। প্রথম থেকেই কৃষক আন্দোলন সমর্থন করে এসেছেন। তিনি সম্প্রতি আন্দোলনে এসে যোগ দেন, কৃষকদের উদ্দেশ্যে গানও করেন। টুইটেও তিনি লাগাতার কৃষকদের সমর্থন জানিয়েছেন। দিলজিতের পোস্ট শেয়ার করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। আন্দোলনে সমর্থন করা নিয়ে অভিনেত্রী কঙ্গনা রানাউতে-র সঙ্গে টুইটার যুদ্ধেও জড়িয়েছেন তিনি।
দলজিৎ-এর সঙ্গে সুর মিলিয়ে অনেকেই কৃষকদের পাশে দাঁড়িয়ে তাঁদের সমর্থন করেন। পাশাপাশি বলেন, কৃষকরা যে পিৎজা খাচ্ছেন, তার প্রত্যেকটি উপকরণ তাঁদের নিজেদের উৎপন্ন করা। তাই কৃষক আন্দোলনের সঙ্গে তাঁদের খাওয়া-দাওয়ার বিষয়টি গুলিয়ে ফেলা একেবারেই উচিত নয়।
গত সপ্তাহে দিল্লি-হরিয়ানা সীমান্তে আন্দোলনরত কৃষকদের মধ্যে কয়েকশো পিৎজা বিতরণ করা হয়। নিমেষেই ভাইরাল হয়ে যায় সেই ছবি। যে চার যুবক পিৎজার ব্যবস্থা করেছিলেন, তাঁরা জানান, সেইদিন লঙ্গরের ব্যবস্থা না করতে না পারায় শপিং মল থেকে পিৎজা তৈরির পাউরুটি কিনে আনা হয়।সেই ছবি দেখেই অনেকে প্রশ্ন তোলেন। আর তা নিয়ে সমালোচনার জোরদার জবাব দিলেন দিলজিৎ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
ক্রিকেট
জেলার
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)