এক্সপ্লোর
Advertisement
Farmers Protest: আন্দোলন আরও তীব্র করার প্রস্তুতি, আগামী ৮ ডিসেম্বর দেশজুড়ে ধর্মঘটের ডাক বিক্ষোভকারী কৃষকদের
কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে রাজধানী দিল্লির বাইরে বিক্ষোভরত কৃষকরা আগামী মঙ্গলবার দেশজুড়ে ধর্মঘটের ডাক দিলেন। সরকারের সঙ্গে অচলাবস্থার মধ্যেই আন্দোলনকারীরা জানিয়েছেন, তাঁরা রাজধানীমুখী সমস্ত রাস্তা অবরুদ্ধ করে দেবেন।
নয়াদিল্লি: কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে রাজধানী দিল্লির বাইরে বিক্ষোভরত কৃষকরা আগামী মঙ্গলবার দেশজুড়ে ধর্মঘটের ডাক দিলেন। সরকারের সঙ্গে অচলাবস্থার মধ্যেই আন্দোলনকারীরা জানিয়েছেন, তাঁরা রাজধানীমুখী সমস্ত রাস্তা অবরুদ্ধ করে দেবেন।
আন্দোলনকারী কৃষকরা বলেছেন. তাঁরা দেশের সমস্ত হাইওয়েগুলির টোল গেট অবরুদ্ধ করে দেবেন এবং আগামী ৮ ডিসেম্বরের ধর্মঘটের অংশ হিসেবে টোল আদায় বন্ধ করে দেবেন। বিক্ষোভরত সংগঠনগুলির মধ্যে অন্যতম একটি সংগঠনের নেতা হরবিন্দর সিংহ লাখোয়াল এ কথা জানিয়েছেন।
কেন্দ্র সরকারের সঙ্গে বিক্ষোভকারীদের আলোচনায় এখনও পর্যন্ত রফাসূত্র মেলেনি। আগামীকাল ফের বৈঠকের কথা। তার আগে সুর চড়ালেন আন্দোলনকারীরা। তাঁরা আগামীকাল দেশজুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল প্রজ্জ্বলিত করার ঘোষণাও করেছেন।
আজ সিঙ্ঘু বর্ডারে সাংবাদিক বৈঠকে আন্দোলনকারীরা বলেছেন, ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) নিয়ে সরকারের সঙ্গে কথা চলছে। কিন্তু আমরা ওই তিন আইন প্রত্যাহারের দাবিতে অনড়। এক কৃষক নেতা বলেছেন, আমরা আন্দোলন আরও তীব্র ও জোরাল করব। আট ডিসেম্বর দেশজুড়ে ধর্মঘট হবে। সমস্ত টোল প্লাজা বন্ধ করে দেব। দিল্লিগামী সমস্ত রাস্তাও অবরুদ্ধ করব।
আন্দোলনকারীরা জানিয়েছে, আজ তামিলনাড়ু ও কর্ণাটকে কৃষকরা বিক্ষোভ প্রদর্শন করেন। এবার ওই কৃষকদের দিল্লি আসতে বলা হয়েছে। কৃষক নেতারা বলেছেন, সমস্ত দেশের কৃষকদেরই দিল্লিতে আসার আহ্বান জানানো হয়েছে। লড়াই এবার হেস্তনেস্ত করার। পিছু হঠার কোনও প্রশ্নই নেই।
কৃষক নেতারা বলেছেন, কর্পোরেট ফার্মিংয়ে কৃষকদের সায় নেই। আমরা কোনও সময়সীমা দিচ্ছি না। আমরা সরকারকে বলছি, পরিস্থিতি এমন হচ্ছে যে সমস্ত রাজ্য থেকে সমস্ত গোষ্ঠীকে দিল্লিতে নিয়ে আসা হবে। তাঁদের দাবি, সরকারের প্রতি মানুষের প্রচুর ক্ষোভ রয়েছে।
কৃষক নেতারা জানিয়েছেন, কর্ণাটকে ৭ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত বিধানসভার বাইরে কৃষকদের ধর্ণা হবে। পশ্চিমবঙ্গে পথ অবরোধ আন্দোলন হবে। এই আন্দোলনের মোকাবিলা করার হিম্মত কোনও সরকারের নেই।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement