এক্সপ্লোর
Advertisement
জেনারেল ম্যানেজারের সঙ্গে ডুয়েট গাইতে নারাজ, রেলের মহিলা ক্লার্ককে শো কজ, বদলি!
নয়াদিল্লি: রেলকর্মীদের গেট টুগেদার। সেখানে জেনারেল ম্যানেজারের সঙ্গে ডুয়েট গাওয়ার প্রস্তাব ফেরানোয় শো কজ নোটিস বিলাসপুর জোনের এক মহিলা ক্লার্ককে! বদলি করা হয়েছে তাঁকে। রেল কর্মী ইউনিয়নগুলি বিষয়টি জাতীয় মহিলা কমিশনে তোলার তোড়জোড় করছে। পাল্টা রেল কর্তৃপক্ষের যুক্তি, ওই সিনিয়র মহিলা ক্লার্ক ‘কালচারাল কোটা’য় চাকরিতে ঢুকেছেন। তিনি ওই নির্দেশ প্রত্যাখ্যান করতে পারেন না।
বিলাসপুর জোনের জেনারেল ম্যানেজার সত্যেন্দ্র কুমার চলতি মাসে অবসর নিচ্ছেন। তাঁর সম্মানে আয়োজন করা হয় ওই গেট টুগেদারের।
শো কজ নোটিসের বক্তব্য, ১৬ জানুয়ারির গেট টুগেদারে জেনারেল ম্যানেজারের সঙ্গে কয়েকটি ডুয়েট গাইতে ১৫ জানুয়ারি সাংস্কৃতিক অনুষ্ঠানের চূড়ান্ত রিহার্সালের সময় রায়পুরের ডিআরএমের প্রস্তুতির নির্দেশ পালন করেননি আপনি। ১৬ জানুয়ারির অনুষ্ঠানে সাউথ ইস্ট সেন্ট্রাল রেলের জেনারেল ম্যানেজার একটি বিশেষ গান গাওয়ার ইচ্ছা প্রকাশ করলে আপনি মুখের ওপর জানিয়ে দেন, ডুয়েট গাইবার প্রস্তুতি নিয়ে আসেননি, তাই গাইতে পারবেন না। কিন্তু এ ব্যাপারে রায়পুরের ডিআরএম আগাম স্পষ্ট নির্দেশ ছিল। আপনি কালচারাল কোটায় চাকরিতে ঢুকেছেন, নির্দেশ অগ্রাহ্য করতে পারেন না। এটা কাজের প্রতি দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। আপনি চরম খারাপ আচরণ করেছেন। কর্তব্য পালনে পূর্ণ আন্তরিকতা দেখাতে পারেননি। ডিআরএম আপনার এই আচরণ গভীর গুরুত্ব দিয়ে বিচার করেছেন। আপনি রেলকর্মীসুলভ নয়, এমন কিছু করতে পারেন না। আপনি ১৯৬৬ সালের রেলকর্মী (আচরণ) বিধির ৩ নম্বর ধারা ভেঙেছেন, সংশ্লিষ্ট আইনে এজন্য শৃঙ্খলাজনিত ব্যবস্থা নেওয়া হবে আপনার বিরুদ্ধে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement