এক্সপ্লোর
Advertisement
১৫ লক্ষ টাকা ঋণ নিয়ে বাড়ির উঠোনে বিশ্বকাপের ম্যাচ বড় পর্দায় দেখাতে অডিটোরিয়াম গড়েছেন অসমের এক ফুটবলপ্রেমী
গুয়াহাটি: রাশিয়ায় ফুটবল বিশ্বকাপ চলছে। অংশগ্রহণকারী দেশগুলিই শুধু নয়, সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের এই টুর্নামেন্ট ঘিরে আগ্রহ তুঙ্গে। ফুটবলের প্রতি ভালোবাসার কোনও খামতি নেই ভারতীয় অনুরাগীদের মধ্যেও। এখন ভারতীয় ফুটবলপ্রেমীদের বেশিরভাগই তাঁদের প্রিয় তারকা ও দলগুলির খেলা দেখতে চোখ রাখছেন টেলিভিশনের পর্দায়। কিন্তু অসমের এক ফুটবলপ্রেমী আবার অন্যরকম কিছু ভেবেছিলেন। বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করতে একটি ব্যাঙ্ক থেকে ১৫ লক্ষ টাকা ঋণ নিয়েছেন তিনি।
ওই ফুটবল প্রেমি অসমের কার্বি আংলং জেলার দিফু শহরের বাসিন্দা পুতুল বোরা। বাড়ির উঠোনে ১,৮০০ বর্গফুটে বিশাল অডিটোরিয়াম তৈরি করেছেন তিনি। একসঙ্গে যাতে অনেক লোক বড় পর্দায় বিশ্বকাপের খেলা দেখতে পারেন, সেজন্যই তাঁর এই উদ্যোগ।
৫৩ বছরের পুতুল বোরা পেশায় ব্যবসায়ী। জার্মানির ফুটবল দলের কট্টর সমর্থক। অডিটোরিয়ামের স্বপ্ন পূরণ করতে তিনি ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছেন। বাড়ির সামনেই যাতে স্টেডিয়ামে বলে খেলা দেখার আবহ গড়ে তোলা যায় সেজন্যই তাঁর এই উদ্যোগ। যে অডিটোরিয়ামটি তিনি তৈরি করেছেন তাতে প্রায় ৫০০ জন বসে খেলা দেখতে পারেন। আসলে রুদ্ধশ্বাস ম্যাচ বাড়িতে একা বসে দেখার থেকে অনেকের সঙ্গে দেখা অনেক বেশি মজাদার।
পুতুল বোরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'এই প্রতীকী স্টেডিয়াম গড়তে আমি ১৫ লক্ষ টাকা ঋণ ব্যাঙ্ক থেকে নিয়েছি। অডিটোরিয়ামে ৫৬ ইঞ্চি এলসিডি মনিটর বসানো হয়েছে। এখানে ফুটবল প্রেমীরা একসঙ্গে বসে বিশ্বকাপের উত্তেজনা উপভোগ করতে পারেন'।
গত বৃহস্পতিবার এবারের বিশ্বকাপের শুরুর দিন ওই অডিটোরিয়ামটি উদ্বোধন করেন প্রবীন ফুটবলার গিলবার্টসন সাংমা।
জানা গেছে, পুতুল বোরা ১৯৯০ থেকেই নিয়মিত বিশ্বকাপ ফুটবলের খেলা দেখেন। অতীতেও প্রায় ২০০ জনকে নিয়ে একসঙ্গে খেলা দেখার ব্যবস্থা করেছিলেন তিনি। এবার তিনি ৫০০ লোকের একসঙ্গে বসে খেলা দেখার ব্যবস্থা করেছেন।
প্রিয় দলের নাম অনুসারে অডিটোরিয়ামের নাম রাখা হয়েছে 'জার্মান স্টেডিয়াম'। সেখানে রয়েছে অংশগ্রহণকারী সব কটি দেশেরই জাতীয় পতাকা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement