এক্সপ্লোর
Advertisement
সজারুর সঙ্গে লড়াই চিতাবাঘের, শেষ হাসি কার, দেখুন ভিডিও
একটা সজারু দেখে পায়ে পায়ে এগিয়ে গিয়েছিল একটি চিতাবাঘ। কিন্তু কাজটা একেবারেই সহজ ছিল না। সজারুর সঙ্গে লড়াই বাঁধল চিতাবাঘের। এই লড়াইয়ের ৫৮ সেকেন্ডের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে।
নয়াদিল্লি: একটা সজারু দেখে পায়ে পায়ে এগিয়ে গিয়েছিল একটি চিতাবাঘ। কিন্তু কাজটা একেবারেই সহজ ছিল না। সজারুর সঙ্গে লড়াই বাঁধল চিতাবাঘের। এই লড়াইয়ের ৫৮ সেকেন্ডের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে। ভিডিও ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের প্রবীণ কাসওয়ান, যা ধীরে ধীরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
তৃণভূমিতে একটি পাকা রাস্তায় একে অপরের সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়ে ওই চিতাবাঘ ও সজারু। কিন্তু কিছুক্ষণ পরেই চিতাবাঘটি বুঝতে পারে যে, ওই সজারুকে শিকার করতে যাওয়ার কাজটা একেবারেই ঠিক হয়নি। চিতাবাঘ প্রথমে থাবা বসায়, সজারু পালানোর চেষ্টা করে। চিতাবাঘ তখন পিছু ছাড়েনি। আরও একবার বাগে আনার চেষ্টা করে শিকারকে। কিন্তু চেষ্টা সফল হল না। বরং সজারুর কাঁটায় মুখ জখম হয়ে যায় তার। যন্ত্রণার কারণে শিকারে ক্ষান্তি দিতে হয় তাকে। এরপর আর সজারুর দিকে তাকানোর সাহস পায়নি চিতাবাঘটি। কাঁটার খোঁচায় নাকাল হয়ে সোজা রাস্তার পাশে তৃণভূমিকে ঢুকে যায় চিতাবাঘটি।
কাসওয়ান জানিয়েছেন, এই ভিডিও পুরানো। আরও একটি ট্যুইটে কাসওয়ান সজারুর কাঁটা সম্পর্কে জানিয়েছেন।Continuing with #leopard vs #porcupine. This one old video of another encounter between them. Here leopard got a good lesson from porcupine With their sharp quills. pic.twitter.com/5jbqITpeka
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) November 20, 2019
This is Sharp Quill of a well grown #porcupine, look at the size. The body contains thousands of such quills, upto 30000, which acts as defence mechanism. Each quill has a topical antibiotic. pic.twitter.com/ban0GJulwJ
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) November 20, 2019
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement