এক্সপ্লোর
Advertisement
রাহুলই হচ্ছেন পরবর্তী সভাপতি, প্রস্তাব অনুমোদন কংগ্রেস ওয়ার্কিং কমিটির
নয়াদিল্লি: প্রত্যাশামতোই কংগ্রেসের পরবর্তী সভাপতি হতে চলেছেন রাহুল গাঁধী। আজ কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে এই প্রস্তাব পাশ করা হয়েছে। কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী বলেছন, রাহুল সভাপতি হওয়ার ফলে দল আরও শক্তিশালী হবে।
কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, ১ ডিসেম্বর সাংগঠনিক নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে। মনোনয়ন পেশ করার শেষ দিন ৪ ডিসেম্বর। মনোনয়ন পরীক্ষা করা হবে ৫ ডিসেম্বর। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১১ ডিসেম্বর। সাংগঠনিক নির্বাচন হবে ১৬ ডিসেম্বর। ভোট গণনা এবং ফল ঘোষণা ১৯ ডিসেম্বর। তবে সভাপতি পদে রাহুল ছাড়া আর কারও মনোনয়ন পেশ করার সম্ভাবনা নেই। ফলে ৫ ডিসেম্বরই কংগ্রেস সভাপতি হিসেবে রাহুলের নাম ঘোষণা করা হতে পারে। সূত্রের খবর, ১৮ ডিসেম্বর গুজরাত ও হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরের দিন দলের দায়িত্ব নিতে চলেছেন রাহুল।
বেশ কিছুদিন ধরেই রাহুলের কংগ্রেস সভাপতি হওয়া নিয়ে জল্পনা চলছিল। অবশেষে গুজরাতে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেল। আজ সকালে নয়াদিল্লির ১০ জনপথে সনিয়ার বাসভবনে বৈঠকে বসেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, মল্লিকার্জুন খাড়গে, আহমেদ পটেল-সহ কংগ্রেসের প্রথমসারির নেতারা। সেই বৈঠকেই পরবর্তী সভাপতি হিসেবে রাহুলের নাম অনুমোদন করা হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement