এক্সপ্লোর
Advertisement
‘ভারতের প্রথম সন্ত্রাসবাদী হিন্দু’ মন্তব্যের জন্য এফআইআর কমল হাসানের বিরুদ্ধে
মহাত্মা গাঁধীর হত্যাকারী নাথুরাম গডসেকে ইঙ্গিত করে কমল হাসান ওই মন্তব্য করেছিলেন গত রবিবার। এর তীব্র নিন্দা করে বিজেপি, এআইএডিএমকে।
নয়াদিল্লি: কমল হাসানের বিরুদ্ধে এফআইআর। ‘ভারতের প্রথম সন্ত্রাসবাদী একজন হিন্দু’, এই মন্তব্যের জন্য তামিল ছবির এই তারকা অভিনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ার কথা জানিয়েছে পুলিশ। রূপোলি পর্দা থেকে রাজনীতিতে নেমেছেন কমল। তাঁর দলের নামে মাক্কাল নিধি মইয়াম। এই দলের প্রার্থীর পক্ষে প্রচারে গিয়ে ওই বিতর্কিত কথা বলেন তিনি।
ভারতীয় দণ্ডবিধির ১৫৩ এ ও ২৯৫ এ ধারায় তাঁর বিরুদ্ধে এফআইআর রুজু হয়েছে। দুটি ধারায় যথাক্রমে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ ও ‘বিভিন্ন গোষ্ঠী, সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ, সংঘাত’ এর মোকাবিলা করা হয় বলে জানিয়েছে পুলিশ।
তামিলনাড়ুর কারুর জেলা পুলিশের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে ধর্ম, জাতপাত, ভাষা ও সম্প্রদায়ের নামে হিংসায় উসকানি দিলে কঠোর পদক্ষেপ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
মহাত্মা গাঁধীর হত্যাকারী নাথুরাম গডসেকে ইঙ্গিত করে কমল হাসান ওই মন্তব্য করেছিলেন গত রবিবার। এর তীব্র নিন্দা করে বিজেপি, এআইএডিএমকে। তামিলনাড়ুর ক্ষমতাসীন সরকারের এক মন্ত্রী ওই মন্তব্যের জন্য তাঁর জিভ ছিঁড়ে নেওয়ার কথাও বলেন। যদিও কমলের পাশে দাঁড়িয়েছে কংগ্রেস, ডিএমকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
খবর
Advertisement