এক্সপ্লোর
জম্মু কাশ্মীরের ডোডা জেলায় বাজারে বিধ্বংসী আগুন, ভস্মীভূত ৪৫টি দোকান সহ এসএসবি-র একটি ক্যাম্প অফিস

শ্রীনগর: জম্মু কাশ্মীরের ডোডা জেলায় বাজারে বিধ্বংসী আগুন। ভস্মীভূত ৪৫টি দোকান সহ সশস্ত্র সীমা বল বা এসএসবি-র একটি ক্যাম্প অফিস। গতকাল রাত ১২টা নাগাদ ভাতিয়াস এলাকার একটি বাজারে আগুন লাগে। দ্রুত আগুন ছড়াতে শুরু করে। রাতভর চেষ্টায় আজ সকাল সাড়ে পাঁচটা নাগাদ আগুন আয়ত্তে আনে দমকল। কিন্তু ততক্ষণে দোকান ও এসএসবি-র ক্যাম্প অফিস সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ঘটনায় হতাহতের কোনও খবর নেই। কী কারণে আগুন তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















