এক্সপ্লোর
Advertisement
যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব, ভারতীয় সেনার গুলিতে হত ৫ পাকিস্তানি জওয়ান, ডেপুটি হাইকমিশনারকে তলব ইসলামাবাদের
নয়াদিল্লি: পাকিস্তানকে মুখের মতো জবাব। নিয়ন্ত্রণ রেখায় পাক সেনাকে চরম প্রত্যাঘাত ভারতীয় সেনাবাহিনীর। ভিমবার ও বাট্টাল সেক্টরে পাঁচ পাক সেনা প্রাণ হারিয়েছে ভারতীয় সেনা জওয়ানদের গুলিতে। জখম হয়েছে ৬ জন।
পাকিস্তান বারংবার নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলেছে।
বৃহস্পতিবার সকালেও পাক জওয়ানরা জম্মু ও কাশ্মীরের রাজৌরি ও পুঞ্চে নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি ভেঙেছে। তারা ভারতীয় সেনা চৌকির ওপর মর্টার হামলা চালায়। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। গুলিযুদ্ধ চলে দীর্ঘক্ষণ। এদিন সকাল থেকে নৌশেরা, কৃষ্ণঘাঁটিতে নির্বিচারে পাক গোলাবর্ষণ চলতে থাকে। তারই জবাবে ভারতীয় সেনার গুলিতে প্রাণ হারিয়েছে ৫ পাক সেনা।
গত মাসের শুরু থেকেই সীমান্ত তেতে রয়েছে পাক সেনার বিশেষ বাহিনী বর্ডার অ্যাকশন টিমের (ব্যাট) সদস্যদের দুই ভারতীয় জওয়ানের মাথা কেটে নেওয়ার ঘটনায়। সেই ঘটনার সূত্র ধরে সরকারের পক্ষ থেকে সেনাকে পাকিস্তানের হামলার চেষ্টার যথাযোগ্য জবাব দেওয়ার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়।
এদিকে ইসলামাবাদের খবর, পাকিস্তান বিদেশ মন্ত্রক পাল্টা ভারতের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভাঙার অভিযোগ তুলে আজ তলব করে ভারতের ডেপুটি হাই কমিশনারকে। তাদের দাবি, ভারতই বিনা প্ররোচনায় গুলি চালিয়েছে বাট্টাল, জান্দরোট, কোটলি সেক্টরে। দুজন নাগরিক নিহত হন, জখম হন ৫ জন।
পাক বিবৃতিতে বলা হয়, ডিরেক্টর জেনারেল (দক্ষিণ এশিয়া ও সার্ক) ডঃ মহম্মদ ফয়সল ভারতীয় ডেপুটি হাই কমিশনার জে পি সিংহকে ডেকে পাঠিয়ে ১ জুন ভারতীয় দখলদার বাহিনীর বিনা প্ররোচনায় গুলিচালনার তীব্র প্রতিবাদ করেন।
পাক বিদেশমন্ত্রকের অভিযোগ, ভারতীয় সেনা বেছে বেছে সাধারণ মানুষকে নিশানা করে গুলিবর্ষণ করছে, যা মানবতার পরিপন্থী, আন্তর্জাতিক মানবাধিকার ও মানবাধিকার রক্ষা আইনের বিরোধী।
তারা বলেছে, ডিরেক্টর জেনারেল ভারতীয় পক্ষকে ২০০৩ সালে স্বাক্ষরিত যুদ্ধবিরতি সংক্রান্ত বোঝাপড়াকে মর্যাদা দিতে অনুরোধ করেছেন, যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনাগুলি তদন্ত করে ভারতীয় সেনাকে যুদ্ধবিরতি চুক্তি অক্ষরে অক্ষরে পালন করে নিয়ন্ত্রণ রেখায় শান্তি বজায় রাখতেও আহ্বান জানিয়েছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
খবর
Advertisement