Chhattisgarh Chimney Collapse : ছত্তীসগঢ়ের কারখানায় ভয়ঙ্কর দুর্ঘটনা ! ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে বহু শ্রমিক
Chhattisgarh Plant: অনেক কর্মী ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান। সঙ্গে সঙ্গে পুলিশ ও জরুরি পরিষেবার দলকে সতর্ক করা হয়।
মুঙ্গেলি (ছত্তীসগড়) : ভয়ঙ্কর ! ছত্তীসগঢ়ের মুঙ্গেলি জেলায় কারখানায় বড়সড় দুর্ঘটনা। বিশাল লোহার কাঠামো ভেঙে পড়ে প্রাথমিকভাবে অনেকের মৃত্যুর খবর সামনে আসে। যদিও সাম্প্রতিক খবর অনুযায়ী, এক শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । তবে, অনেকে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছে । রামবোড় এলাকায় কারখানায় এই ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে জানা গেছে, সাইলো, একটি লোহার কাঠামো যা বাল্ক উপকরণ সংরক্ষণের জন্য ডিজাইন করা হয়েছিল, কাজের সময় হঠাৎ তাতে বিপত্তি ঘটে এবং বেশ কয়েকজন শ্রমিক আটকা পড়েন। বিশাল কাঠামো ভেঙে পড়ায়, ঘটনাস্থলে বিশৃঙ্খলা ছড়ায়। অনেক কর্মী ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান। সঙ্গে সঙ্গে পুলিশ ও জরুরি পরিষেবার দলকে সতর্ক করা হয়। যাঁরা আটকা পড়েন তাঁদের উদ্ধারে উদ্ধারকাজ শুরু হয়। ভারী যন্ত্রপাতি এবং সকলে হাত লাগিয়ে ধ্বংসসূপ পরিষ্কারের চেষ্টা হচ্ছে। এখনও পর্যন্ত দুই জখম শ্রমিককে উদ্ধার করা হয়েছে। তাঁদের চিকিৎসার জন্য বিলাসপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ধ্বংসসূপের নীচে চাপা পড়ে থাকা সকলকে উদ্ধারের জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে।
#WATCH | Chhattisgarh: Silo structure of a smelting plant in Sargaon, Mungeli collapsed reportedly trapping labourers. One injured labourer has been admitted to a hospital. Police and Administration are present at the spot. Rescue operation is underway. pic.twitter.com/TVjqTX3An0
— ANI (@ANI) January 9, 2025
ঘটনা প্রসঙ্গে মুঙ্গেলির জেলাশাসক রাহুল দেও বলেন, জোরদার উদ্ধারকাজ চলছে। এখানে এসডিআরএফের টিমও পৌঁছেছে। আমাদের পর্যাপ্ত লোকবল এবং প্রয়োজনীয় মেশিন সামগ্রী রয়েছে। কয়েকজন শ্রমিকের খোঁজ মিলছে না। তাঁদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। প্ল্যান্টের ম্যানেজারের মাধ্যমে আমরা পুঙ্খানুপুঙ্খ তথ্য নেওয়ার চেষ্টা করছি। শীঘ্রই আমাদের হাতে সব তথ্য চলে আসবে।
#WATCH | Mungeli Collector Rahul Deo says, "Rescue operation is ongoing in full swing. SDRF team has also reached here. We have strong manpower as well required machinery...A few labourers are missing, rescue operation is underway for them. We are ascertaining details through the… pic.twitter.com/mS2DE1uL1p
— ANI (@ANI) January 9, 2025
#WATCH | Mungeli SP Bhojram Patel says, "...We received information that part of the chimney, silo collapsed at the smelting plant and some labourers got trapped underneath. Personnel from almost all departments are here...3-4 people could be possibly trapped here. The situation… pic.twitter.com/t8W4mxerIV
— ANI (@ANI) January 9, 2025