রমরমিয়ে চলছে ‘দেহ ব্যবসা’, নয়ডায় স্পায়ে হানা দিয়ে ২৫ মহিলা সহ ৩৫ জনকে গ্রেফতার করল ইউপি পুলিশ
গ্রেফতার ২৫ মহিলা সহ মোট ৩৫ জন। সূত্রের খবর, এদের মধ্যে রয়েছে থাইল্যান্ডের ৮ মহিলাও।
নয়াদিল্লি: স্পা সেন্টারে রমরমিয়ে চলছে মধুচক্র! রবিবার নয়ডায় একাধিক স্পা সেন্টারে হানা উত্তরপ্রদেশের পুলিশের। গ্রেফতার ২৫ মহিলা সহ মোট ৩৫ জন। সূত্রের খবর, এদের মধ্যে রয়েছে থাইল্যান্ডের ৮ মহিলাও।
গৌতম বুদ্ধ নগর থানার সুপারিনটেনডেন্ট বিনিত জয়সওয়াল পিটিআই-কে জানিয়েছেন, “সিনিয়র সুপারিনটেনডেন্ট বৈভব কৃষ্ণের নেতৃত্বে সেক্টর ১৮-তে ১৪টি স্পা সেন্টারে তল্লাশি অভিযান চালানো হয়। মধ্যরাত পর্যন্ত সেই তল্লাশি চলে। সবমিলিয়ে ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ১০ জন পুরুষ ও ২৫ জন মহিলা। এছাড়াও এই তল্লাশি থেকে বাজেয়াপ্ত হয়েছে লাখ খানেক টাকা, বিয়ার ও কিছু ব্যবহৃত ও অবব্যহৃত কন্ডোম। ওই সবকটি স্পা সেন্টারকেই তালাবন্ধ করে দিয়েছে পুলিশ।” উত্তরপ্রদেশ পুলিশের তরফে জানানো হয়েছে, ওই ১৪টি স্পা-র মধ্যে ৩টি স্পায়ে দেহব্যবসা চলত। এই ঘটনায় ইতিমধ্যেই একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্পা মালিকদের বিরুদ্ধে উত্তরপ্রদেশের গ্যাংস্টার আইন অনুযায়ী মামলা হতে পারে।