এক্সপ্লোর
কাশ্মীর ভারতের ছিল, আছে, সবসময় থাকবে, প্রয়োজনে সীমান্ত পেরব, পাকিস্তানকে বার্তা রাজনাথের

নয়াদিল্লি: কাশ্মীর ভারতের ছিল, আছে, সবসময় আমাদেরই থাকবে। কেউ কাশ্মীরকে আমাদের হাত থেকে ছিনিয়ে নিতে পারবে না। দেশের ভৌগলিক অখণ্ডতা অটুট রাখতে প্রয়োজনে সীমান্তও পেরতে পারে সেনাবাহিনী, তারা দ্বিধা করবে না। বললেন রাজনাথ সিংহ। শনিবার এখানে এক অনুষ্ঠানে দেশরক্ষায় সেনাবাহিনীর শৌর্যের প্রশংসা করেন তিনি। পাকিস্তানকেও হুঁশিয়ারি দিয়ে বলেন, শুধু ভিতর থেকেই ভারতকে সুরক্ষিত রাখলেই হবে না, দরকার হলে দেশরক্ষায় সীমান্তও পেরতে পারি। কেউ যেন আমাদের হালকা ভাবে না নেয়। প্রসঙ্গত, ২০১৬-র সেপ্টেম্বর নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে সন্ত্রাসবাদী ঘাঁটি গুঁড়িয়ে দিয়ে আসে, জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার বদলা নেয় বলে জানায় ভারতীয় সেনাবাহিনী। পাকিস্তানকে সন্ত্রাসবাদীদের মদত দেওয়া বন্ধ করতে হবে, তবেই তার সঙ্গে ভারত সুসম্পর্ক গড়বে বলে জানান রাজনাথ। বলেন, এখন আমেরিকাও পাকিস্তানের নিন্দা করছে। জানি না, পাকিস্তানের কী হয়েছে। পাকিস্তানের সঙ্গে আমরা ভাল সম্পর্ক চাই, কিন্তু ওরা আমাদের বন্ধুত্বের প্রস্তাব নাকচ করেছে। পাকিস্তান রাষ্ট্রপুঞ্জের সন্ত্রাসবাদী তকমা পাওয়া হাফিজ সঈদকে বৈধতা দিতে চলেছে। হাফিজ ওদেশে রাজনৈতিক দল খুলে ভোটে লড়ার তোড়জোড় চালাচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এও বলেন, কেন্দ্রের সরকার কাশ্মীর সমস্যায় স্থায়ী সমাধান খুঁজে বের করতে আগ্রহী, এজন্য যে কারও সঙ্গে কথা বলতেও রাজি। সরকার নিযুক্ত দূত, প্রাক্তন গোয়েন্দা প্রধান দিনেশ্বর শর্মা জম্মু ও কাশ্মীরের সব অংশের মানুষকে আলোচনায় বসার ডাক দিয়েছেন। রাজনাথ বলেন, কাশ্মীরের ছেলেমেয়েরা তাঁর নিজের সন্তানসম, কেউ ওদের মগজ ধোলাই করে উগ্রপন্থা, মৌলবাদের রাস্তায় ঠেলে দেবে, তিনি এটা হতে দেবেন না। নিষ্কলুষ কাশ্মীরী যুবকদের যারা জেহাদের পাঠ দিচ্ছে, তাদের বলব, আগে তারা ইসলামে জেহাদের আসল শিক্ষা, আদর্শ কী, জানুক, বুঝুক। তিনি নিজে রাজ্যের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে কাশ্মীরের প্রথম পাথর ছোঁড়ার মামলায় অভিযুক্তদের ওপর থেকে মামলা তুলে নিতে বলেছেন বলে জানান রাজনাথ। এ বছরের শুরুতে জম্মু ও কাশ্মীর সরকার প্রথম বার পাথর ছোঁড়া ছেলেরা সহ পাথরবাজি মামলায় অভিযুক্ত ৯৭৩০ জনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার করে নেয়। রাজনাথ বলেন, প্রথম যারা পাথর ছুঁড়েছে, তাদের ক্ষমা করে দেওয়া হয়েছে। অল্প বয়স, হতে পারে ওদের কেউ উসকেছিল। আরেকটা সুযোগ দেওয়া হল ওদের। তাঁদের সরকার কখনও জম্মু ও কাশ্মীরের ছেলেমেয়েদের দেশের বাকি অংশের ছেলেমেয়েদের থেকে আলাদা করে দেখেনি বলে জানান রাজনাথ। সন্ত্রাসবাদের বিপদ সম্পর্কে দুনিয়াজুড়ে ঐকমত্য গড়ে আন্তর্জাতিক মহলকে পাশে নিয়ে আসায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফল হয়েছেন বলেও দাবি করেন তিনি। মাওবাদী সমস্যা মোকাবিলায় সরকারের প্রয়াসকে গুরুত্ব দিয়ে উল্লেখ করে তিনি বলেন, নকশালদের বিরুদ্ধে লড়াই বুলেট দিয়ে জেতা যাবে না। আমরা এজন্য একাধিক উন্নয়নমূলক উদ্যোগ নিয়েছি। স্বাধীনতার পর থেকে যেসব এলাকায় পৌঁছনো সম্ভব হয়নি আজও, সেখানে যাওয়ার চেষ্টা চলছে। এও বলেন, নকশালপন্থা ভারতের সামনে বিরাট বড় সমস্যা, তবে গত চার বছরে আমরা নকশাল মোকাবিলায় বড় সাফল্য পেয়েছি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















