এক্সপ্লোর
Advertisement
ফের হত্যা যোগী রাজ্যে, কানপুরে থানার পাশে কুপিয়ে খুন প্রাক্তন বজরং দল কর্মী
কানপুর: বজরং দলের প্রাক্তন নেতা বিজয় যাদবকে কানপুরের অর্মাপুর থানার পাশে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা। খুনের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যাচ্ছে, মৃত্যুর আগে বিজয় তাঁর হত্যাকারীদের নাম বলে যাচ্ছেন।
হামলার পর বিজয়ের বাড়ির লোক তাঁকে হাসপাতালে নিয়ে যান। সেখানেই মৃত্যু হয় তাঁর। তবে মৃত্যুর আগে দেওয়া বয়ানে খুনীদের নাম বলে যান তিনি। জানা গিয়েছে, ওই এলাকারই এক বাসিন্দা বিনয় ঝা বিজয়ের থেকে ৫ লাখ টাকা ধার নেন। কিন্তু টাকা ফেরত চাইলে স্ত্রী ও আর এক সঙ্গীর সাহায্যে বিজয়কে খুন করেন তিনি।
পুলিশ বলেছে, শিগগিরই অপরাধীদের গ্রেফতার করবে তারা।
ঘটনার মুখ্য অভিযুক্ত বিনয়ের ওপর হামলার জেরে কিছুদিন আগে গ্রেফতার হন বিজয়। জামিন পাওয়ার পর মনে হয়েছিল, তাঁর ওপর হামলা হতে পারে। তাই নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ হন তিনি। কিন্তু বিষয়টিকে গুরুত্ব দেয়নি পুলিশ। এমনকী তাঁর খুনের পরেও পুলিশ দীর্ঘক্ষণ গড়িমসি করেছে। তাঁর ভাইয়ের অভিযোগ, থানার পাশে খুনের মত ঘটনা ঘটলেও দীর্ঘ সময় সেখানে কোনও পুলিশ আসেনি।
দেখুন বিজয়ের মৃত্যুকালীন জবানবন্দির ভিডিও
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement