এক্সপ্লোর
Advertisement
ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে বিতর্কিত মন্তব্য, ধর্মগুরু মুরারী বাপুর দিকে তেড়ে গেলেন বিজেপির প্রাক্তন বিধায়ক
ত্রুটিপূর্ণ মনোনয়নপত্র জমা দেওয়ায় গুজরাত হাইকোর্ট দ্বারকা কেন্দ্র থেকে মানেকের মনোনয়ন বাতিল করেছিল।
দ্বারকা: ধর্মগুরু মুরারী বাপুর দিকে তেড়ে যাওয়ার অভিযোগ উঠল বিজেপির প্রাক্তন বিধায়ক প্রবুভা মানেকের বিরুদ্ধে। বৃহস্পতিবার গুজরাতের দ্বারকায় গিয়েছিলেন মুরারী। সেখানেই তাঁর দিকে তেড়ে যান মানেক। পরে যদিও তিনি তেড়ে যাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। বিজেপির প্রাক্তন বিধায়ক জানিয়েছেন, ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণ জানার জন্যই তিনি মুরারীর কাছে যাচ্ছিলেন।
প্রসঙ্গত, কয়েকদিন আগে দ্বারকাতেই মুরারী বলেছিলেন যে, ভগবান শ্রীকৃষ্ণ ধর্ম প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছিলেন। সেই মন্তব্য নিয়ে বিস্তর জলঘোলা হয়। পরে ক্ষমা চেয়ে নেন মুরারী।
বৃহস্পতিবার গোটা ঘটনাটি টেলিভিশন ক্যামেরায় ধরা পড়ে। যদিও মানতে চাননি মানেক। ভিডিওতে দেখা যাচ্ছে, দ্বারকাধীশ মন্দির প্রদক্ষিণের পর সার্কিট হাউসে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন মোরারি। তখনই তাঁর দিকে তেড়ে যান মানেক। সঙ্গে সঙ্গে জামনগরের সাংসদ পুনম মদম ও আর এক ব্যক্তি মানেককে সরিয়ে নিয়ে যান।
বিজেপির প্রাক্তন বিধায়ক মানেক পরে বলেন, তাঁকে ভুল বোঝা হয়েছে। ‘আমি বাপুকে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম কেন তিনি এমন কথা বললেন। তবে ওঁর কাছে পৌঁছনোর আগেই বাপুর সমর্থকেরা আমাকে সরিয়ে নিয়ে যান। ওঁরা ভেবেছিলেন আমি ওঁকে আক্রমণ করতে যাচ্ছি,’ বলেছেন মানেক।
ত্রুটিপূর্ণ মনোনয়নপত্র জমা দেওয়ায় গুজরাত হাইকোর্ট দ্বারকা কেন্দ্র থেকে মানেকের মনোনয়ন বাতিল করেছিল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement