এক্সপ্লোর
নয়া দলের ঘোষণা নারায়ণ রানের, বিজেপি-র সঙ্গে জোটের ইঙ্গিত
![নয়া দলের ঘোষণা নারায়ণ রানের, বিজেপি-র সঙ্গে জোটের ইঙ্গিত Former Congress Leader Narayan Rane Announces His New Party Maharashtra Swabhiman Paksha Expected To Align With Bjp নয়া দলের ঘোষণা নারায়ণ রানের, বিজেপি-র সঙ্গে জোটের ইঙ্গিত](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/10/01174404/Narayan-Rane-580x395.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: কংগ্রেস ছেড়েছিলেন আগেই, এবার নিজের দলের কথা ঘোষণা করলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী নারায়ণ রানে। তাঁর দলের নাম মহারাষ্ট্র স্বভিমান পক্ষ। এনডিএ-কে সমর্থনের প্রশ্নে নীরব থাকলেও, বুলেট ট্রেন প্রকল্পকে সমর্থনের কথা জানিয়ে দিয়েছেন রানে। তিনি বিজেপি-র উন্নয়নের নীতিকেও সমর্থন করবেন বলে জানিয়েছেন। ফলে ভবিষ্যতে যে রানে বিজেপি-র সঙ্গে জোট করতে পারেন, সেই ইঙ্গিত দিয়ে রাখলেন।
নিজের দলের কথা ঘোষণা করে শিবসেনাকে আক্রমণ করেছেন রানে। তাঁর দাবি, মানুষ ক্ষমতা থেকে সরিয়ে না দেওয়া পর্যন্ত শিবসেনা কোনওদিন ক্ষমতা ছাড়বে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়নবীশ ও এনসিপি সুপ্রিমো শরদ পওয়ারের বিরুদ্ধে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের তোপ দাগারও সমালোচনা করে রানে বলেছেন, ‘এই নির্বাচিত নেতাদের বিরুদ্ধে কথা বলার উদ্ধব ঠাকরে কে? তিনি শুধু শিবসেনার নেতা। নির্বাচিত নেতাদের সমালোচনা করার কোনও অধিকার নেই উদ্ধবের। শিবসেনা কোনও কথা বলার আগে ভাবে না। ওরা শুধু বিজেপি-র সমালোচনা করতে চায়। শিবসেনা যদি বিজেপি-র বিরুদ্ধে প্রতিবাদই জানাতে চায়, তাহলে ওরা রাস্তায় নামছে না কেন? কেন্দ্রে শিবসেনার একজন মন্ত্রী আছেন। কিন্তু তিনি কি নোট বাতিল বা জিএসটি-র বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন? মহারাষ্ট্র বিধানসভায় কি শিবসেনার মন্ত্রীরা প্রতিবাদে সরব হয়েছেন?’
গত ২৫ বছর ধরে শিবসেনার দখলে থাকা বৃহন্মুম্বই পুরসভাকে দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সংস্থা বলে দাবি করেছেন রানে। এ বিষয়ে তিনি বলেছেন, উদ্ধবের দুর্নীতি নিয়ে কোনও কথা বলার অধিকার নেই। শিবসেনা নেতারা লিখিতভাবে কৃষকদের ঋণ মকুবের আশ্বাস দেননি বলে জানিয়েছেন মহারাষ্ট্র সরকারে থাকা শিবসেনা মন্ত্রীরা। শিবসেনা-বিজেপি দ্বন্দ্বের ফলে মহারাষ্ট্রের আর্থিক উন্নতি বাধাপ্রাপ্ত হচ্ছে।
২০০৫ সালে শিবসেনা থেকে বহিষ্কৃত হওয়ার পরে কংগ্রেসে যোগ দেন রানে। কিন্তু গত ২১ সেপ্টেম্বর দল ছাড়ার কথা ঘোষণা করেন তিনি। তাঁর দাবি, ১২ বছর আগে কংগ্রেসে যোগ দেওয়ার সময় তাঁকে মুখ্যমন্ত্রী করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ করা হয়নি। তাই কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)