এক্সপ্লোর
Advertisement
শিয়ালদা সহ আরও সাত স্টেশনে নিখরচায় ওয়াই-ফাই পরিষেবা শীঘ্রই
নয়াদিল্লি: যাত্রীদের অবাধ ইন্টারনেট সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে রেল শিয়ালদা সহ আরও সাতটি স্টেশনে খুব শীঘ্রই নিখরচায় ওয়াই-ফাই পরিষেবা চালু করবে। রেল মন্ত্রকের এক পদস্থ আধিকারিক জানিয়েছে, গুগলের সহযোগিতায় যাত্রীদের জন্য আরও সাতটি স্টেশনে খুব শীঘ্রই বিনামূল্যে ওয়াই-ফাই পরিষেবা চালু করা হবে।
বর্তমানে মুম্বই সেন্ট্রাল, ভূবনেশ্বর, কাচেগুড়া, বিজয়ওয়াডা,রায়পুর, ভোপাল, পটনা,রাঁচি, বিশাখাপত্তনম,জয়পুর এবং গুয়াহাটি-এই এগারোটি স্টেশনে বিনামূল্যে ওয়াই-ফাই পরিষেবা চালু রয়েছে। ওই আধিকারিক জানিয়েছেন, শিয়ালদা, এলাহাবাদ, এর্নাকুলাম, লখনউ, উজ্জয়নী, গোরখপুরের মতো স্টেশনগুলিতে ওয়াই-ফাই পরিষেবা প্রদানের কাজ চলছে।
গুগল টেকনোলজির সহায়তায় রেলের সংস্থা রেল টেল রেলস্টেশনগুলিতে ইন্টারনেট পরিষেবা প্রদানের কাজ করছে।
স্টেশনগুলির যাত্রীরা এই হাইস্পিড ইন্টারনেটের সুবিধা পাবেন। তাঁরা তাঁদের যাত্রার জন্য কোনও বই বা গেম ডাউনলোডও করে নিতে পারবেন।
ওই আধিকারিক জানিয়েছেন, চলতি বছরের মধ্যেই এই সুবিধা দেশের ১০০ টি প্রধান স্টেশনে পৌঁছে দেওয়াই রেলের লক্ষ্য।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement