বিল্ডারের থেকে ৩ কোটি তোলা আদায়, কসকর ও তার দলের বিরুদ্ধে নতুন মামলা দায়ের
মুম্বই: উত্তর মুম্বইয়ের এক পরিচিত বিল্ডারের থেকে তিন কোটি টাকা তোলা আদায় করার অভিযোগে ফেরার আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ভাই ইকবাল কসকর ও তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে নতুন মামলা দায়ের করল পুলিশ।
এদিন, মুম্বই পুলিশের এক পদস্থ আধিকারিক জানান, গোরাই অঞ্চলে একটি ৩৮-একর জমির বেচাকেনার প্রেক্ষিতে ওই বিল্ডারের থেকে ৩ কোটি টাকা তোলার দাবি করে কসকর ও তার গ্যাং। অভিযোগকারীর দাবি, দুটি ভাগে ওই টাকা আদায় করে কসকর-বাহিনী।
এই নিয়ে কসকর ও তার গ্যাংয়ের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হল। গত মাসের ১৮ তারিখ একইরকম একটি তোলাবাজির মামলায় কসকর সহ তিনজনকে গ্রেফতার করে ঠাণে পুলিশের অ্যান্টি-এক্সটর্শান সেল।
অভিযোগ, একটি বিল্ডারের থেকে ৩০ লক্ষ টাকা নগদ এবং চারটি ফ্ল্যাট তোলা হিসেবে দাবি করে কসকর ও তার দলবল। তার আগে, একটি স্বর্ণ ব্যবসায়ীর থেকে তোলা আদায় করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।