এক্সপ্লোর
Advertisement
গ্রেফতার ৯, গোষ্ঠী সংঘর্ষে ফের হিংসা কাসগঞ্জে, দোকান, বাসে আগুন
কাসগঞ্জ: গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত উত্তরপ্রদেশের কাসগঞ্জে ফের হিংসা ছড়াল। মথুরা-বেরিলি হাইওয়ের ওপর বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি)-র তেরঙ্গা পতাকা নিয়ে বাইক মিছিলে পাথর ছোঁড়ার জেরে অশান্তি হওয়ায় পরিস্থিতি থমথমে ছিল কাল থেকেই। কার্ফু জারি করে প্রশাসন। কিন্তু তার মধ্যেই নতুন করে মাথাচাড়া দেয় হিংসা। গতকাল হিংসার বলি হয় একটি ১৬ বছরের ছেলে, জখম হয় দুজন। আজ দুষ্কৃতীরা দুটি দোকান জ্বালিয়ে দেয়। একটি বাসও পোড়ানো হয়। গতকালের হিংসায় নিহতের শেষকৃত্যের পর ফের উত্তেজনা ছড়ায়।
পেট্রলের বোতল হাতে রাস্তায় দেখা যায় সমাজবিরোধীদের। ৫ ব্যাটালিয়ন পিএসি, এক ব্যাটালিয়ন RAF মোতায়েন করা হয়েছে। নিহত ছেলেটির বাবার দাবি, সে কোনও রাজনীতিতে জড়িত ছিল না, স্নাতক স্তরের পড়াশোনা করছিল। ছেলেটির পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলেছে নানা মহল।
উত্তরপ্রদেশ পুলিশের ট্যুইট, কাসগঞ্জ থানায় একটি অভিযোগ জমা পড়েছে। তার ভিত্তিতে গতকালের হিংসায় জড়িত থাকার ব্যাপারে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে এপর্যন্ত। বিশেষ টিম গঠন করে বাকিদের ধরার অভিযান চলছে।
মনে হয়, গতকালের পাথর ছোঁড়ার ঘটনাটি পূর্বপরিকল্পিত না হলেও স্বতঃস্ফূর্ত ছিল। জানিয়েছেন অতিরিক্ত ডিজি (আইনশৃঙ্খলা) আনন্দ কুমার। তিনি বলেছেন, অশান্তির পিছনে থাকা লোকজনদের চিহ্নিত করা হচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। জেলা প্রশাসন এপর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে, তবে যাতে অশান্তি নতুন করে না বাড়ে, সেজন্য অতিরিক্ত বাহিনী তলব করা হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement