দুধের জন্য ‘ঘ্যান ঘ্যান’ করছিল এক বছরের মেয়ে, রেগে গলায় কাস্তের কোপ মায়ের!
ভোপাল: এক বছরের শিশুকন্যাটি পাশে শুয়ে দুধ খাওয়ার জন্য ছটফট করতে করতে কাঁদছিল। তার ‘ঘ্যান ঘ্যান’ সহ্য করতে না পেরে একরত্তি শিশুর গলা চিরে হত্যা করল মা! বৃহস্পতিবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে।
খবরে প্রকাশ, ভোপাল থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে ধার গ্রামে শিশুটি দুধের জন্য কাঁদছিল। প্রথমে তাকে শান্ত করার চেষ্টা করেন তার মা। কিন্তু, শিশুটি কাঁদতে থাকায় কাস্তে দিয়ে নিজের মেয়ের গলায় কোপ বসিয়ে দেয় ক্ষিপ্ত মহিলা।
শিশুটির কান্নার আওয়াজ আচমকা থেমে যাওয়ায় কিছুক্ষণ পর সন্দেহ জাগদে প্রতিবেশীদের। তাঁরা দেখেন, মহিলা ঘর থেকে একলা বেরিয়ে যাচ্ছে। দীর্ঘক্ষণ মহিলা না ফেরায়, সন্দেহ জাগে প্রতিবেশীদের। তাঁরা ঘরে ঢুকে দেখেন, দুধের শিশুটির শরীর রক্তে ভেসে যাচ্ছে।
ওই দৃশ্য দেখে সকলেই আঁতকে ওঠেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। তদন্তকারী অফিসার জানান, ধারালো অস্ত্রের আঘাতে প্রায় সঙ্গে সঙ্গে নিথর হয়ে যায় এক বছরের কচি প্রাণ। ওই নির্মমকাণ্ড ঘটিয়ে আত্মীয়ের বাড়ি চলে গিয়েছিল সন্তান-হননকারী মা। অনিতা নামে ওই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।