এক্সপ্লোর
Advertisement
মোদীর ডাকে সাড়া, ১৪ মে থেকে ৮ রাজ্যে রবিবার বন্ধ থাকবে পেট্রল পাম্প, জানাল ডিলার্স সংগঠন
চেন্নাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জ্বালানি বাঁচানোর ডাক দিয়েছেন। তাতে সাড়া দিয়ে ১৪ মে থেকে দেশের ৮টি রাজ্যে প্রতি রবিবার পেট্রল, ডিজেল পাম্প বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কনসর্টিয়াম অব ইন্ডিয়ান পেট্রলিয়াম ডিলার্স সংগঠন। তাদের এক্সিকিউটিভ কমিটির সদস্য সুরেশ কুমার বলেছেন, কয়েক বছর আগে রবিবারগুলি পাম্প বন্ধ রাখার পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু তেল মার্কেটিং কোম্পানিগুলি ওই সিদ্ধান্ত খতিয়ে দেখার আবেদন করে। এবার আমরা রবিবার পাম্প বন্ধ রাখব বলে ঠিক করেছি।
পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সাম্প্রতিক 'মন কি বাত' ভাষণে তেল সংরক্ষণের আবেদন জানিয়েছেন। সে কথা মাথায় রেখেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন কুমার।
তিনি তামিলনাড়ু পেট্রলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন-এরও ভাইস প্রেসিডেন্ট। তিনি জানিয়েছেন, ১৪ মে থেকে তামিলনাড়ু, কেরল, পুদুচেরি, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, মহারাষ্ট্র ও হরিয়ানায় প্রতি রবিবার ২৪ ঘন্টা বন্ধ থাকবে প্রায় ২০ হাজার পেট্রল পাম্প। তিনি বলেন, রবিবার জ্বালানি বিক্রি বন্ধ রাখলে ১৫০ কোটি টাকা লোকসান হবে বলে ধরে নিচ্ছি। তবে এটাও দেখা যাচ্ছে, রবিবারগুলিতে বিক্রিও ৪০ শতাংশ পর্যন্ত কমে গিয়েছে।
রবিবার পেট্রল পাম্প বন্ধ রাখার সিদ্ধান্ত শীঘ্রই তেল বিপণনকারী কোম্পানিগুলিকে জানিয়ে দেওয়া হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement